শিবচরে বাসচাপায় গৃহবধূর মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০১৭, ১৯:৪৫
অ- অ+

মাদারীপুর জেলার শিবচরের ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চরে একটি দ্রুতগামী যাত্রীবাহী পরিবহনের চাপায় আকলিমা (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার সকালে পাঁচ্চরে রাস্তা পার হতে গেলে গাড়ির চাপায় ওই নারীর মৃত্যু হয়।

স্থানীয় ও পাঁচ্চর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে কাঁঠালবাড়ী ঘাটগামী সেতু ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চরের কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এসময় রাস্তা পার হতে গেলে আকলিমা নামের এক মহিলাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নিহত আকলিমা উপজেলার মাদবরেরচর এলাকার মতিয়ুর রহমানের স্ত্রী।

হাইওয়ে ওসি মাসুদুর রহমান বলেন, ‘খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবহনটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

(ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
মাদার‌ীপুরে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা