সৌদি প্রবাসী গ্রিনবাংলার কাছে ভারতের হার

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ জুন ২০১৭, ১৩:০১
অ- অ+

ওয়েস্টার্ন ইউনিয়ন (মানি ট্রান্সফার) টি-২০ টুর্নামেন্টে সৌদি প্রবাসী ভারতীয়দের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘মরুভূমির টাইগার’ খ্যাত সৌদি প্রবাসী ক্রিকেট টিম ‘গ্রিনবাংলা’। সৌদি আরব ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৩ নাম্বার মাঠে ভারতীয় ক্লাব ‘চ্যালেঞ্জার্স ইলেভেন’কে ৪৮ রানে হারায় ‘গ্রিন বাংলা’।

আইসিসির সহযোগী সৌদি ক্রিকেট সেন্টারের অনুমোদিত রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন এ খেলার আয়োজন করে।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গ্রিনবাংলার দলপতি জাকির হোসেন। শুরুতেই বাদল আর মোস্তফার উন্ত সূচনায় ও শাহিদের চমৎকার ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৪৬ রানের পাহাড়সম টার্গেট ছুড়ে দেয় গ্রিনবাংলা। গ্রিনবাংলার পক্ষে বাদল ১৫ বলে ৩৫, মোস্তফা ৫১ বলে ৯৫, শাহীদ ৩২ বলে ৬৭ রান করেন।

চ্যালেনঞ্জার্স ইলেভেনের পক্ষে বল হাতে অনিশ ৩টি, ফাহাদ ও ফয়সাল ১টি করে উইকেট নেয়।

২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলতে সক্ষম হয় ভারতীয় ক্লাবটি। তাদের পক্ষে অনিশ ১০ বলে ২৫, স্যামনাথ ১৫ বলে ৩৫, ফাহাদ ১৬ বলে ৩২ রান করে। বল হাতে গ্রিনবাংলার বাদল ৩টি, আল আমিন ২টি, জাহিদ এবং শাহীদ ১টি করে উইকেট নেন।

অসাধারণ ব্যাটিং নৈপূণ্যে ম্যাচ সেরা হন গ্রিনবাংলার মোস্তফা, আল আমিন বেস্ট বলার এবং বাদল ম্যান অব দি সেমিফাইনাল।

এ জয়ে প্রবাসী টাইগারদের অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ ও টিম ম্যানেজার আল আমিন খাঁন, মিডিয়া ম্যানেজার ফখরুল ইসলাম, গ্রিনবাংলার উপদেষ্টা আলী আকবর, লিটন মিয়া, আবুল হাসানসহ রিয়াদ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রসঙ্গ, গত বছরের নভেম্বরে রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আমেরিকান এক্সপ্রেস টি-২০ টুর্নামেন্টে পাকিস্তানি ক্লাব লাহোর বাদশাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছিল গ্রিনবাংলা।

(ঢাকাটাইমস/৫জুন/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন
সিরিয়ায় বাশারের বাবা হাফিজের কবরে আগুন দিলো বিদ্রোহীরা
কেনাকাটার জন্য বেরোনোর আগে জানুন ঢাকার কোন কোন মার্কেট বন্ধ
গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা