ভেনিসে গ্রীন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ছানার, সম্পাদক সানি

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৪০
অ- অ+

ইতালির ভেনিসে সিলেট বিভাগের চার জেলার প্রবাসীদের নিয়ে প্রথম গঠিত সংগঠন গ্রিন সিলেট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির পুনর্গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত সাবেক উপদেষ্টা ও সমন্বয়কারীদের মতামতের ভিত্তিতে দ্বিতীয় মেয়াদে মো. মাহবুব হাসান ছানারকে সভাপতি, আসকির আলীকে সিনিয়র সহ সভাপতি, সানি আলীকে সাধারণ সম্পাদক ও আমির হোসেন এবং এইস এম সোহাগকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও একেএম মাহবুবুর রহমানকে পুনরায় প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রধান করা হয়।

শনিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব হাসান ছানারের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক আমানুর রহমান আমান ও সানি আলীর যৌথ পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রিন সিলেট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা একেএম মাহবুবর রহমান, সিলেটের প্রবীণ কমিউনিটি নেতা মো. শাহাবুদ্দিন, হাবিবুর রহমান, ইউনুস মিয়া, নাজমুল হোসেন।

অ্যাসোসিয়েশনের পুনর্গঠন নিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সদস্য ফয়ছল আহমেদ পলাশ, সুহেল আহমেদ, রুজেল আহমেদ, আজিমুল হক পলাশ, রাজন আহমেদ, ফয়েজ আহমেদ, আওলাদ হোসেন প্রমুখ।

আলোচনা শেষে অ্যাসোসিয়েশনের সভাপতি সহ কার্যকরী কমিটি পুনর্গঠনের জন্য উপস্থিত প্রবীণ নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা সাপেক্ষে ও উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আংশিক কমিটি ঘোষণা করেন সাবেক সভাপতি প্রতিষ্ঠাতা সদস্য বর্তমানে প্রধান উপদেষ্টা একেএম মাহবুবুর রহমান।

(ঢাকা টাইমস/০৮ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটার তালিকা হালনাগাদে ১৬টি নির্দেশনা দিয়েছে ইসি
দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন: লায়ন ফারুক
মানুষ চায় জনগণের সরকার: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা