আনলিমিটেড চিকেনসহ ৬৫০ টাকায় ইফতার প্যাকেজ
সম্পূর্ণ অ্যালকোহলমুক্ত হালাল রুট বিয়ার এবং আনলিমিটেড চিকেনসহ মোট পাঁচ মেন্যুর ইফতার প্যাকেজ নিয়ে এলো একটি বিদেশি প্রতিষ্ঠান। রমজানে ইফতারিতে আমেরিকান খাবারের স্বাদ দিতে এ অ্যান্ড ডব্লিউ রেস্টুরেন্ট নিয়ে এসেছে এই ইফতার অফার। ৬৫০ টাকায় এই অফারটি উপভোগ করা যাবে ইফতারের সময় থেকে পরবর্তী এক ঘন্টা পর্যন্ত।
আমেরিকান চেইন ফুডশপ এ অ্যান্ড ডব্লিউ এর ইফতারের এই অফারে থাকছে- বিগ সাইজ বার্গার, আনলিমিডেট গোল্ডেন অ্যারোমা চিকেন, আনলিমিটেড এ অ্যান্ড ডব্লিউ রুট বিয়ার এবং ভ্যানিলা আইসক্রিম।এ অ্যান্ড ডব্লিউ এর ধানমন্ডির শংকর ও গুলশান শাখায় এ ইফতার অফার পাওয়া যাবে।
তাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/awrestaurants
(ঢাকাটাইমস/০৭জুন/এমইউ)
মন্তব্য করুন