ভাটারায় ক্ষুদ্রঋণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০১৭, ১৬:০৮
অ- অ+

রাজধানীর ভাটারা থানার নতুনবাজার এলাকায় এক ক্ষুদ্রঋণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই ব্যবসায়ীর নাম মো. শাহিন আলম (৩৫)।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) লাল মিয়া বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নতুনবাজারের দক্ষিণ নয়ানগরের মিষ্টির গলির ১০১৬ নম্বর বাড়ির শোবার ঘর থেকে শাহিনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়ে।

শাহিনের ছোট ভাই আবদুর রাজ্জাক সুমনের ভাষ্যমতে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে ঘুমাতে যান শাহিন। এরপর কোনো এক সময় তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

শাহিনের আরেক ভাই রবিউল আলম বলেন, শাহিন এলাকায় ক্ষুদ্রঋণের ব্যবসা করতেন। গত দুই দিন রাতে কয়েকজন লোক বাসায় এসে তাকে ধমকাধমকি করে যায়। তার ধারণা, ওই ব্যক্তিরাই শাহিনকে হত্যা করতে পারে।

শাহিন আলম নীলফামারী সদর থানার বড়াইপাড়া গ্রামের মো. বাহার আলমের ছেলে।

শাহিন হত্যাকাণ্ডে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান ভাটারা থানার উপপরিদর্শক লাল মিয়া।

(ঢাকাটাইমস/৯জুন/এএ/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক বছরে ম্যানসিটির সর্বোচ্চ আয়ের রেকর্ড
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব
দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কোনোভাবে যেন নষ্ট না হয়: আইন উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা