ঈদে পাশাপাশি অপূর্ব ও সাবিলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০১৭, ১২:৫০| আপডেট : ১৫ জুন ২০১৭, ১৩:২৫
অ- অ+

উচ্চবিত্ত পরিবারের ছেলে অপূর্ব ও মধ্যবিত্ত পরিবারের মেয়ে সাবিলা। দুজন একই অফিসে চাকরি করে। অপূর্ব বস হলেও সাবিলার সঙ্গে ভালো সম্পর্ক। একসময় দুজন একসঙ্গে ঘুরে বেড়ায় ঢাকা শহর। দুজন কাছাকাছি আসে। এমনই একটি গল্প নিয়ে তৈরি হলো নাটক পাশাপাশি। সাগর জাহানের রচনা এবং পরিচালনায় নির্মিত হয়েছে বিশেষ এই টেলিফিল্ম ‘পাশাপাশি’। বিত্তবান পরিবারের সন্তান হলেও প্রত্যহিক নাগরিক জীবনের প্রতি আকর্ষন টেলিফিল্মটিতে ফুটে উঠেছে। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, সাবিলা নূর, ঝুনা চৌধুরী, মাসুদ হারুন , রিমু, সিদ্দিক সহ অনেক। পবিত্র ঈদ-উল-ফিতরের দ্বিতীয়দিন সকাল ১১টায় একুশে টেলিভিশনে প্রচার হবে টেলিফিল্মটি।

রহমান গ্রুপের চেয়ারম্যান রহমান সাহেবের একমাত্র ছেলে অর্ণব, স্মার্ট হান্ডসাম এবং গত ২ বছর ধরে রহমান গ্রুপে এমডি হয়ে কাজ করছে। যদিও নাগরিক জীবন সম্পর্কে অর্ণবের ধারনা নেই বললেই চলে। লোপা স্বভাবে বেশ চঞ্চল ,হাসি খুশি মেয়ে। লোপা রহমান গ্রুপে এমডি অর্ণবের পিএস। এতবড় প্রতিষ্ঠানে চাকরি করে অনেক আধুনিক ভাবে থাকলেও মাঝে মাঝেই তার মধ্যবিত্ত পরিবারের সব ছাপ চেহারা আর চলন বলনে প্রকাশ পায়। অর্ণব একদিন লোপার কাছে জীবনের মানে জানতে চায়। লোপা অর্ণবকে তার জীবনটা দেখতে বলে। লোপা অর্ণবকে নিয়ে নীলক্ষেতে বিরানি খেতে যায়। ভীরের মধ্যে বাসে চড়ায়। ঝুম বৃষ্টিতে ছাদে ২জন গোসল করে। অর্ণবের এগুলো ভাল লাগে। আর বেশি ভাললাগে লোপাকে। অর্ণব তার বাবার সাথে শেয়ার করে তার ভাললাগা। অর্ণবের বাবা উৎসাহ দেয়। অর্ণব প্রস্তুতি নেয় তার মনের কথা লোপাকে বলবে। লোপা অর্ণবের কাছে আসে , দাওয়াত দেয় তার বিয়ের এবং সেই বিয়েতে তাকে উপস্থিত থাকার।

ঢাকাটাইমস/১৫জুন/এমইউ

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩১৬
ছাত্র-জনতার ওপর হামলা: আ.লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার
আ.লীগের চেয়ে ভালোভাবে দেশ গড়তে না পারলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: আসিফ নজরুল
একযুগ পর দেশে ফিরলেন সাবেক ছাত্রদল নেতা রিবলু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা