কথিত স্বপ্নে পাওয়া মূর্তি জব্দ
ময়মনসিংহে মাদ্রাসাঘাট থেকে কথিত স্বপ্নে পাওয়া একটি মূর্তি জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে জেলার হালুয়াঘাট উপজেলার উত্তর গোপীনগর গ্রাম থেকে মূর্তিটি জব্দ করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, এদিন সকালে ওই গ্রামের শান্তা আক্তার নামে ৭ বছরের এক শিশু প্রথমে মূতিটি মাদ্রাসাঘাট থেকে কুড়িয়ে আনে। শান্তা পাশ্ববর্তী ধোবাউড়া উপজেলার জয়নাল বেপারীর মেয়ে।
ঘটনাটি জানাজানি হলে মূর্তিটি দেখতে স্থানীয়রা ভিড় করে। খবর পেয়ে হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার রায় ঘটনাস্থলে যান।
এসময় তার নেতৃত্বে ওই মূর্তি জব্দ করা হয়। সংশ্লিষ্ট শান্তা আক্তার ও মাকসুদা আক্তার নামে এক শিশু ও এক নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নিয়ে আসা হয়।
জিজ্ঞাসাবাদে শান্তা পুলিশকে জানায়, গতরাতে স্বপ্নে আমাকে একজন বলে যে, মাদ্রাসাঘাটে গেলে তাকে একটি স্বর্ণের মূর্তি দেয়া হবে।
সেমতে সকাল সাতটার দিকে রশিদ মাস্টারের বাড়ি সংলগ্ন মাদ্রাসা পুকুরে অজু করতে যাই। পরে পুকুরঘাটে মূর্তিটি পাই।
হালুয়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, মূর্তিটি আসলে স্বর্ণের নয়।
(ঢাকাটাইমস/১৫জুন/এমডি/এলএ)
মন্তব্য করুন