মিরপুরে মেনস ওয়ার্ল্ডের ২২তম শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০১৭, ১৪:২৪
অ- অ+

রাজধানীর মিরপুরে দেশীয় পোশাকের ব্রান্ড মেনস ওয়ার্ল্ড বাংলাদেশের ২২তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নতুন এ আউটলেটটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মেনস ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হান্নানসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপমন্ত্রী আরিফ খান জয় বলেন, ‘দেশীয় পোশাকের ব্রান্ড শপ উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। আওয়ামী লীগ সরকার দেশীয় পন্যের অধিক ব্যবহার ও মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনে দেশীয় ব্র্যান্ডগুলোর জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।’

২০০৭ সালে প্রতিষ্ঠা লাভ করা মেনস ওয়ার্ল্ডে মিলবে- ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, ফরমাল প্যান্ট, জিনস প্যান্ট, ক্যাজুয়াল এক্সিকিউটিভ পাঞ্জাবী, ব্লেজার, পোলো শার্ট, জ্যাকেট ও টাইসহ ছেলেদের সব ধরনের পোশাক। এছাড়াও নারী ও শিশুদের জন্য থাকছে ওয়ান পিস, টপস, ব্যাগসহ এক্সক্লুসিভ সব পোশাক। বিস্তারিত জানতে- ০১৭০৮৮৯৯১২২, ওয়েব সাইট- http://mensworld.com.bd/ ফেসবুক পেজ- www.facebook.com/mensworldbd/

ঢাকাটাইমস/১৬জুন/এমইউ

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুম হওয়ার বেশিরভাগ ব্যক্তিকে হত্যা করা হয়েছে: কমিশনের প্রতিবেদন 
গাইবান্ধায় তিস্তার ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন
নির্বাচিত সরকারই জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্র সংস্কার ও দেশ পরিচালনা করবে: আমিনুল হক 
প্রকৃতি ঠিক রেখেই পার্বত্য চট্টগ্রামের বাস্তবমুখী উন্নয়ন করা হবে: সুপ্রদীপ চাকমা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা