সালমানের কথায় কপিলের শো-তে ফিরলেন সুনীল?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০১৭, ১৭:১০
অ- অ+

তবে কি আমে দুধে মিশে গেল? মনোমালিন্য মিটিয়ে কী ‘ভাব’ করে নিয়েছেন দুই তারকা? কথা হচ্ছে কপিল শর্মা আর সুনীল গ্রোভারকে নিয়ে। কারণ এর পিছনে রয়েছে একটি খবর। ফের নাকি কপিল শর্মার শোয়ে আসতে চলেছেন সুনীল গ্রোভার। আর এই খবরেই এখন সরগরম বলিউড।

কয়েক মাস আগেই কপিল-সুনীলের ঝগড়া প্রকাশ্যে এসেছিল। সে সময় কাদা ছোড়াছুড়িও কম হয়নি এ নিয়ে। বিমানে তাঁর প্রতি কপিলের অভব্য আচরণের জন্য জনপ্রিয় ‘কপিল শর্মা শো’ ছেড়েই বেরিয়ে গিয়েছিলেন সুনীল গ্রোভার।

তবে ফের নাকি সেই শোতেই ফিরবেন সুনীল। নাহ! পাকাপাকি ভাবে নয়। মাত্র একটি পর্বেই আবার এক মঞ্চে দেখা যাবে ডঃ গুলাটি আর কপিলকে। সৌজন্যে সালমান খান। শোনা যাচ্ছে, সালমানের ‘টিউবলাইট’-এর জন্যই নাকি আপাতত সমস্ত অভিমান মিটিয়ে নিয়েছেন সুনীল।

আগামী ২৫ জুন মুক্তি পেতে চলেছে সালমানের ‘টিউবলাইট’। সেই ছবির প্রোমোশনেই ‘দ্য কপিল শর্মা শো’তে আসছেন ভাইজান। আর এই বিশেষ পর্বের জন্য সুনীলকে এনে স্পেশাল চমক দিল চ্যানেল কর্তৃপক্ষ।

ঢাকাটাইমস/১৬জুন/এমইউ

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ, সুপারিশ পাঠানো হলো রাষ্ট্রপতির কাছে
ঢাকা-জয়দেবপুর রুটে নতুন চার জোড়া কমিউটার ট্রেন চালু
২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া, যদি…
আজও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, কুয়েত সিটি ও বাগদাদে ‘বিপজ্জনক’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা