গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান
জেলা প্রশাসককে হুমকি প্রদান ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দুটি আবাসিক হোটেলে অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
এসময় জেলা প্রশাসককে হুমকিদাতা হোটেল রাজমনি ইন্টারন্যাশনালকে সিলগালা করা হয়।
দুপুরে জেলা প্রশাসককে হুমকিদাতা হোটেল রাজমনি ইন্টারন্যাশনালে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় সেখান থেকে হোটেল কর্মীসহ ৩৮ জন যৌনকর্মীকে আটক করা হয়। এ ঘটনায় ওই হোটেলটি সিলগালা করে প্রশাসন।
এছাড়া দক্ষিণ বাংলা আবাসিক নামে অপর একটি হোটেলে অভিযান চালিয়ে ২০ জন যৌনকর্মীকে আটক করা হয়।
প্রসঙ্গত, দুপুরে হোটেল রাজমনির মালিক পরিচয়ে মোবাইল ফোনে জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীরকে হুমকি দেয়া হয়। এসময় আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলে জেলা প্রশাসককে দেখে নেয়া হবে বলে জানানো হয়। এ ঘটনায় ওই দিন জেলা প্রশাসক জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।
(ঢাকাটাইমস/১৬জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন