সেলফি তুলুন ডিজিটাল ক্যামেরায়
জাপানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফুজিফিল্ম নতুন একটি ক্যামেরা বাজারে ছেড়েছে। এটি ইনট্যাক্স সিরিজের। মডেল ইনট্যাক্স মিনি ৯। ভারতের বাজারে ক্যামেরাটি বিক্রি হচ্ছে ৫ হাজার ৯৯৯ রুপিতে। এর আগে ফুজি মিনি ৮ নামে একটি ক্যামেরা বাজারে ছেড়েছিল।
এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে লেন্সের পাশেই সেলফি মিরর রয়েছে। ফলে এই ক্যামেরা দিয়ে সেলফি তোলা যাবে অনায়াসেই।
ক্যামেরাটিতে ক্লোজআপ লেন্স ব্যবহার করা হয়েছে। এতে স্বয়ংক্রিয়ভাবে এক্সপোজার নির্ধারণ হয়। ফলে অ্যাপারচার, শাটার স্পিড এবং আইওএস সেট করতে হবে না। স্বয়ংক্রিয়ভাবে সেট হবে। এতে করে ভালো মানের ছবি পাওয়া যাবে।
ফুজি ফিল্মের ইনট্যাক্স সিরিজে বেশ কয়েকটি ক্যামেরা আছে। এর মধ্যে আছে মিনি ২৫, মিনি ৭০, মিনি ৯০, ওয়াইড ৩০০ এবং মিনি হ্যালো।
নতুন ক্যামেরাটি নিয়ে ভারতের ফুজিফিল্মের অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম র্যামপ্রসাদ বলেন, ‘ফুজি ফিল্ম ভারতের বাজারে অত্যাধুনিক একটি ক্যামেরা এনেছে। এতে নতুন বেশ কিছু ফিচার এই ক্যামেরায় যোগ হয়েছে। ইনট্যাক্স মিনি ৯ একটি আইকনিক ক্যামেরা।
(ঢাকাটাইমস/১৭জুন/এজেড)
মন্তব্য করুন