জঙ্গিদের সোর্স আমেরিকা : মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ১৫:২৪
অ- অ+

জঙ্গিদের সোর্স হলো আমেরিকা এমন মন্তব্য করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘আমেরিকা লাদেন বানিয়েছে, এরাই আবার লাদেনকে খুন করেছে। এরা সর্প হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ে। এদের সম্বন্ধেও আমাদের চিন্তা-ভাবনা করার সময় এসেছে।’

রবিবার নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন ইউনিয়নে গরিবদের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রাপ্ত শাড়ি, নিজ তহবিল হতে ট্রাউজার, শার্ট ও গেঞ্জি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। এরপর সোহাগপুর বিধবাপল্লীর ২৬ নারীকে দুই হাজার করে অর্থ সহায়তা ও চারজনকে হুইল চেয়ার দেন তিনি।

মতিয়া বলেন, ‘আজকে বাংলাদেশ স্বাধীন দেশ। আমরা এই স্বাধীনতা এমনিতেই পাইনি। ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়ে পেয়েছি। আমাদের জাতির জনক ১৪ বছর কারাভ্যন্তরে কাটিয়েছেন। দুইবার হাসিমুখে ফাঁসির মঞ্চে গিয়েছেন। কাজেই আল্লাহর রহমতে এই দেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না।’

কৃষিমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদকে ঘৃণা করুন, জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করুন। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম। এই জঙ্গিবাদ বাংলার মাটিতে শেখ হাসিনা মোকাবেলা করে চলছেন, আরও মোকাবেলা করবেন এবং এই দেশের মাটিতে তাদের অপকৌশল সফল হতে দেবেন না।’

শেরপুরের জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৮জুন/প্রতিনিধি/ডব্লিউবি

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি
দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনারদের সম্পদের হিসাব প্রকাশের আহ্বান টিআইবির
এভিয়েশন কোর্স সম্পন্ন করলেন ২ পুলিশ কর্মকর্তা
স্বেচ্ছায় সরে গেলে ক্ষমা পাবেন ভুয়া মুক্তিযোদ্ধারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা