‘বস টু’ ও ‘নবাব’র অনিয়ম খতিয়ে দেখবে তথ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ১৮:২৬| আপডেট : ১৮ জুন ২০১৭, ১৮:৪৮
অ- অ+

‘বস টু’ ও ‘নবাব’র ছবিটি যৌথ প্রযোজনার নীতিমালা না মেনে তৈরি করা হয়েছে। এমন অভিযোগ এনে যৌথ প্রযোজনার নামে প্রতারণা বন্ধের দাবীতে আন্দোলন করছে দেশের চলচ্চিত্রের ১৪টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট। আজ দুপুরে আন্দোলনের এক পর্যায়ে তারা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করেন।

মন্ত্রণালয়ে তারা মন্ত্রীর সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী যৌথ প্রযোজনার বিষয়ে গুরুত্ব দেয়ার প্রতিশ্রুতি দেন।

সেখানে যৌথ প্রযোজনার ক্ষেত্রে বর্তমানে কী কী নিয়ম মানা হচ্ছে না সে ব্যাপারে আন্দোলনকারী নেতাদের কাছে লিখিত আকারে তালিকা চেয়েছেন মন্ত্রী। পাশাপাশি চলচ্চিত্রের আরও কোনো সমস্যা আছে কি না তারও তালিকা চেয়েছেন তিনি।’

এদিকে চলচ্চিত্র ঐক্যজোটের পক্ষ থেকে জানা গেছে, মন্ত্রীর আদেশ অনুযায়ী যৌথ প্রযোজনায় চলমান অনিয়মগুলোর তালিকা তৈরি করে আগামীকাল সোমবার (১৯ জুন) তথ্য মন্ত্রণালয়ে জমা দেয়া হবে।

মন্ত্রী জানিয়েছেন, আসছে ঈদে মুক্তি পাওয়া দুটি ছবি ‘বস টু’ ও ‘নবাব’র বিরুদ্ধে যৌথ প্রযোজনার নিয়ম ভাঙার যে দাবি উঠেছে তা মন্ত্রণালয় খতিয়ে দেখবে। তারপর সিদ্ধান্ত নেয়া হবে ছবিগুলোর বিষয়ে। এর আগে কোনোভাবেই এ ছবিগুলো মুক্তির অনুমতি পাবে না।

ঢাকাটাইমস/১৮জুন/এমইউ

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগের দিন টি-টোয়েন্টি দলে ডাক পেলেন নাহিদ রানা
মুক্তিযোদ্ধা সমাবেশে উপস্থিত থাকবেন খালেদা জিয়া! 
জনদুর্ভোগ লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ফাওজুল কবির খান
বিআরটিএ’র অভিযানে একদিনে ১ লাখ ৭৩ হাজার জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা