মিলানে মুন্সীগঞ্জ জেলাবাসীর আয়োজনে ইফতার
ইতালির মিলানে বৃহত্তর ঢাকার মুন্সীগঞ্জ জেলা প্রবাসীদের আয়োজনে শনিবার স্থানীয় রিপামন্তি জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে।
ইফতার পূর্বে রমজানের উপর তাফসির পেশ করেন মাওলানা কবির আহমেদ।
ইফতারে আগত মুসল্লিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি মুন্সীগঞ্জ জেলার আনোয়ার বেপারী, রাহাত পলাশ, বিল্লাল বেপারী, দিল হোসেন বেপারী, আব্দুর রশিদ হাওলাদার, স্বপন নায়েব, মনির হোসেন, রবিন শিকদার, খায়ের হোসেন বেপারী, আমান উল্লাহ শিকদার, উজ্জ্বল দেওয়ান, হারুন মাহমুদ, নূর হক প্রধান, অলি বেপারী, নূর মোহাম্মদ বেপারী, রুবেল বেপারী, দুলাল হোসেন বেপারী, আব্দুল হালিম, আরিফ দেওয়ান প্রমুখ।
রবিউল বেপারীর সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- মিলান বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, মুক্তিযুদ্ধ সংসদের সভাপতি জাকির হোসেন, আশরাফ আলম, নোয়াখালী সমিতির সভাপতি মীর হোসেন বিপ্লব, সিলেট সমিতির সভাপতি রুহিন আহমেদ, পাবনা সমিতির সভাপতি ইসহাক আলী, শিবচর কল্যাণ সমিতির উসমান খানসহ মিলান কমিউনিটির নেতৃবৃন্দ।
(ঢাকাটাইমস/১৮জুন/সিকে/এলএ)
মন্তব্য করুন