জলঢাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০১৭, ২১:৩০

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটে নীলফামারীর জলঢাকা উপজেলার ডোমার সড়কের দুন্দিবাড়ি ডুলঢুকির মোড় নামক স্থানে। ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।

নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন পঞ্চগড় জেলা শহরের মসজিদ পাড়া মহল্লার কবির হোসেনের ছেলে পঞ্চগড়ের শতাব্দী ইঞ্জিনিয়ারিং ওর্য়াকশপের মালিক আব্দুল মালেক (৩৪) ও রামেরডাঙ্গা মহল্লার লাম মিম ছাপাখানার মালিক আব্দুল বারেক আলীর ছেলে মোক্তার হোসেন (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে মালবোঝাই একটি ট্রাক ডোমার মুখে যাচ্ছিল। এ সময় পেছনে থাকা মোটরসাইকেল আরোহী দুইজন উক্ত ট্রাকটিকে ওভারটেকিং করার চেষ্টা করছিল। বৃষ্টির কারণে পাকা সড়কে মোটরসাইকেলটি স্লিপ কেটে উল্টে গেলে তারা দুইজনেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যেতে সক্ষম হয়।

জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের কাছে তাদের বাড়ির মোবাইল নম্বর পেয়ে সেখানে খোঁজ নিয়ে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, নিহত দুইজন সকালে পঞ্চগড় হতে রংপুর গিয়েছিল। কাজ শেষে পঞ্চগড় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান।

(ঢাকাটাইমস/০৪জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :