‘আ.লীগ ভালো কাজ করলে শান্তি পাবে বঙ্গবন্ধুর আত্মা’

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ জুলাই ২০১৭, ২২:১০ | প্রকাশিত : ০৮ জুলাই ২০১৭, ২২:০৭

পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা গ্রামে গ্রামে প্রত্যেক বাড়িতে যাবেন এবং শেখ হাসিনার সালাম পৌঁছে দেবেন। মানুষকে সে সালাম গ্রহণের কথা বলবেন। সাধারণ মানুষকে বলবেন শেখ হাসিনাকে দোয়া করতে, আওয়ামী লীগকে দোয়া করতে।’

মন্ত্রী বলেন, ‘মানুষের মুখে হাসি ফোটাতে পারলে স্বাধীনতা যুদ্ধে নিহত ৩০ লাখ শহীদের আত্মা কবরে শান্তি পাবে। আর তা না করতে পারলে তাদের কাছে আমরা ঋণী হয়ে থাকব। আওয়ামী লীগ ভালো কাজ করলে বঙ্গবন্ধুর আত্মাও শান্তি পাবে।’

শনিবার বিকালে জেলার বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বরুড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মুস্তফা কামাল বলেন, ‘দেশের সব মানুষের একটি স্বপ্ন আছে। এখানে কোনো আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি নেই। সব মানুষেরই স্বপ্ন রয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে বাংলাদেশ।’ মন্ত্রী বলেন, ‘মানুষের জীবনে যেমন পরিবর্তনের সুযোগ আসে, ঠিক তেমনি সময় এসেছে বাংলাদেশের। বাংলাদেশ বীরের জাতি। এদেশ হারতে জানে না। দেশের সব ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি ক্রিকেটের হাত ধরেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলেছে টাইগাররা।’

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি বলেন, ‘২০১৪ সালে দেশে অরাজকতার সৃষ্টি করেছিল বিএনপি-জামায়াত। তারা মানুষ হত্যা করে, ট্রেনে আগুন দিয়ে ধ্বংসাত্মক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে। যারা বেগম জিয়ার সঙ্গী, তারাই জঙ্গি। আওয়ামী লীগের আমলে দেশের অনেক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।’ খাম্বা দুর্নীতি করে কোটি কোটি টাকা তারেক রহমান লুটপাট করেছেন বলে অভিযোগ করেন তিনি।

বরুড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক মিয়াজী, আওয়ামী লীগ নেতা পার্থ সারথী দত্ত, বাহাদুরুজ্জামান বাহাদুর, আবদুর রশিদ ও যুবলীগ-ছাত্রলীগের নেতারা।

এদিকে দলের স্থানীয় নেতাকর্মীদের অনেকে জানান, বরুড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ওই জনসভায় দলের প্রয়াত চারবারের এমপি ও উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি আবদুল হাকিমের অনুসারী একাংশের নেতাকর্মীরা অংশগ্রহণ করেননি। এছাড়াও আয়োজকদের কেউ তাঁকে স্মরণ না করায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

(ঢাকাটাইমস/০৮জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া

যদি বন্ধু হও সীমান্তে অহরহ গুলি কেন, ভারতকে ফারুক

শনিবার স্কুল খোলা রেখে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে: রিজভী

সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে যাওয়ায় বিএনপির ৭৩ নেতা বহিষ্কার

‘ফরিদপুরে সহোদর হত্যায় প্রভাবশালীদের এখনো গ্রেপ্তার করেনি প্রশাসন’

জাপার একাংশের শনিবারের সভা স্থগিত, বিতরণ করবে পানি ও স্যালাইন

পাকিস্তান প্রশংসা করে অথচ বিএনপি উন্নয়ন দেখতে পায় না: ওবায়দুল কাদের 

নতজানু সরকারকে ক্ষমতায় রেখে মানুষের সমস্যার সমাধান হবে না: সালাম 

খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক

ঝিনাইদহ-১ উপনির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান

এই বিভাগের সব খবর

শিরোনাম :