মানুষ ঝাঁকে ঝাঁকে বিএনপির সদস্য হচ্ছে: আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ জুলাই ২০১৭, ২৩:০৭ | প্রকাশিত : ১০ জুলাই ২০১৭, ২৩:০৩

বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে বিপুল সাড়া পড়েছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেছেন, মানুষ ঝাঁকে ঝাঁকে বিএনপির সদস্য হচ্ছে। অতীতে কোনো সদস্য সংগ্রহ অভিযানে এত সাড়া পড়তে দেখেননি মির্জা আব্বাস। তিনি এটাকে সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে দেখছেন।

সোমবার ঢাকার শাহজাহানপুরে নিজের বাসায় ঢাকা-৮ ও ঢাকা-৯ আসনে দলের ‘সদস্য সংগ্রহ অভিযান’ উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘আমি বিশ্বাস করি, এই সদস্য অভিযান বিএনপিকে আরও শক্তিশালী করবে। এই সরকারের পতন আরও তরান্বিত করবে ইনশাআল্লাহ।’

ষোড়শ সংশোধনী বাতিল আওয়ামী লীগের পরাজয় হিসেবে দেখছেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, ‘সংসদে ষোড়শ সংশোধনী নিয়ে কী নিদারুণ অবস্থা। আজকে তারা কোর্টকে তুলোধুনো করছে। যে কোর্ট বা বিচার বিভাগ নিয়ে কথা বলা যায়, সেই কোর্ট সম্পর্কে তারা উল্টোপাল্টা কথা বলছে, তুলোধুনো করছে। কারণ এটা হওয়াতে তাদের অনেক অসুবিধা হয়ে গেছে। এট লিস্ট উচ্চ আদালত আজকে স্বাধীনভাবে তাদের ভূমিকা পালন করতে পারছেন।’

সরকার নিম্ন আদালত নিয়ন্ত্রণে রাখছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, ‘আমি আজকে উচ্চ আদালতের মাননীয় বিচারপতিদের বলতে চাই, সংবিধানে আপনাদের ওপর যে দায়িত্ব দেয়া আছে তা দিয়ে দয়া করে নিম্ন আদালতগুলোকে সরকারের হস্তক্ষেপ ও আধিপত্যমুক্ত করার একটা ব্যবস্থা করুন- এই দাবি থাকবে।’

মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক হাবিবুর রশীদ হাবিবের পরিচালনায় অনুষ্ঠানে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, দক্ষিণ বিএনপির সিনিয়র সহসভাপতি শামসুল হুদা, সহসভাপতি ইউনুস মৃধা, সাজ্জাদ জহির, হারুনুর রশীদ হারুন, যুব দলের দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনুসহ নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১০জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক 

বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে লেবার পার্টির বৈঠক

সরকার সহিংসতা করে দায় আমাদের ওপর চাপিয়েছে: নজরুল ইসলাম

আ স ম রবের বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল 

সমমনা জোটের সঙ্গে বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :