উইম্বলডনে আবারও লড়তে চান চ্যাম্পিয়ন ফেদেরার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১০:১২ | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৭, ০৯:৪৬

উইম্বলডনের ফাইনালে মারিন সিলিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন রজার ফেদেরার। সেই সাথে একটি রেকর্ড গড়লেন তিনি। উইম্বলনে এটি তার অষ্টম শিরোপা। এই প্রতিযোগিতায় পুরুষ খেলোয়াড়দের মধ্যে তিনিই এখন সবচেয়ে বেশিবার শিরোপাজয়ী খেলোয়াড়।

গতকাল অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরারের প্রতিপক্ষ ছিলেন ক্রোয়েশিয়ার টেনিস তারকা মারিন সিলিচ। ফেদারারের কাছে পাত্তাই পাননি সিলিচ। প্রতিপক্ষকে স্ট্রেইট সেটে উড়িয়ে দিয়েছেন তিনি। সিলিচকে ৬-৩, ৬-১, ৬-৪ গেমে পরাজিত করেন ফেদেরার।

রজার ফেদেরারের বয়স এখন ৩৫। অনেকের মনে প্রশ্ন ছিল, এটিই কি ফেদেরারের শেষ উইম্বলডন। শিরোপা জয়ের পর এই প্রশ্নের উত্তর দিয়েছেন ফেদেরার। আগামী আসরে শিরোপা ডিফেন্ড করার জন্য লড়বেন তিনি।

রজার ফেদেরার বলেছেন, ‘আমি প্রত্যেকটি মুহূর্তে সকলকে ধন্যবাদ জানানোর সুযোগটি নিতে চাই। কোনোকিছুরই আসলে নিশ্চয়তা নেই। বিশেষ করে ৩৫, ৩৬ বছর বয়সে। কিন্তু আমি পরবর্তী বছর আবার এখানে আসতে চাই, শিরোপা ডিফেন্ড করার জন্য লড়াই করতে চাই’।

(ঢাকাটাইমস/১৭ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :