শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: তিন পদে ১৩ জনের মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১০ মে ২০২৪, ২০:২৪
অ- অ+

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৩ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বৃহস্পতিবার ( মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের নির্ধারিত সময় বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা অনলাইনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রার্থীরা হলেন, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাদাত মান্নান অভি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা সিরাজুর রহমান সিরাজ উপজেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দুলন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন-বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, রফিকা মহির, মোছাম্মৎ নাজমা বেগম, খাইরুন নেছা জেসমিন আক্তার।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোশারফ হোসেন জাকির, রুজনুজ্জামান রুকন, মো. জাহাঙ্গীর খাঁন মো. আনোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৯। ১২ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে এবং ২০ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১০মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ায় সেগুন বাগান থেকে ভ্যানচালকের থেতলানো লাশ উদ্ধার
ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে আজ
ঢালিউডের ‘মহানায়ক’ মান্নাকে হারানোর ১৭ বছর
মানুষের কিছু ভুলে বাড়ছে অগ্ন্যাশয়ের ক্যানসার! জানুন, সাবধান হোন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা