দিনাজপুর সীমান্তে ৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,দিনাজপুর
  প্রকাশিত : ১০ মে ২০২৪, ১৮:২৩
অ- অ+

দিনাজপুর-বিরামপুর -ঘাসুরিয়া সীমান্ত থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ২ কেজি ৪৭১ গ্রাম ওজনের সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘাসুরিয়া সীমান্তের উঁচা গোবিন্দপুর এলাকা দিয়ে ভারতে পাচারকালে সাপের বিষ জব্দ করে বিজিবি।

বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ এর অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ বিষয়টি নিশ্চিন্ত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে সাপের এই মূল্যবান বিষ উদ্ধার করা হয়। চোরাকারবারিরা তা ভারতে পাচারের উদ্দেশ্যে এনেছিল।

ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসানের নেতৃত্বে ঘাসুরিয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. আসাদুজ্জামানসহ বিজিবির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দুটি কাঁচের জারে রক্ষিত সাদা রঙের এক কেজি ২০৩ গ্রাম ও কালো রঙের এক কেজি ২৬৮ গ্রাম সাপের বিষসহ সর্বমোট দুই কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ জব্দ করা হয়। জব্দকৃত সাপের বিষের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি ৯৬ লক্ষ ৫২ হাজার টাকা।

(ঢাকাটাইমস/১০মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা