সেন্সরে বন্দি ‘মধ্যবিত্ত’, গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার হুমকি পরিচালকের!

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১০ মে ২০২৪, ১০:৪৯ | প্রকাশিত : ১০ মে ২০২৪, ১০:৪৮

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে ‘মধ্যবিত্ত’ নামে একটি সিনেমা। যেটি গত ফেব্রুয়ারিতে জমা পড়েছিল। কিন্তু মিলছে না ছাড়পত্র। উল্টো সিনেমার নাম পরিবর্তনসহ দেওয়া হয়েছে বেশ কিছু সংশোধনী। অসহায় পরিচালক তানভীর হাসান উপায়ন্তর না দেখে শেষমেশ দিলেন আত্মহত্যার হুমকি।

বিষয়টি ফেসবুকে জানিয়েছেন সিনেমাটির অভিনেতা ওমর মালিক। লিখেছেন, ‘মধ্যবিত্ত’ টিম এখন অনেক অসহায়। পরিচালক তানভীর হাসান সেন্সর বোর্ডের সামনে গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করার কথা ভাবছেন। পরিচালক, প্রযোজক, সাংবাদিক এবং সিনেমাসংশ্লিষ্ট কেউ কি একটু তানভীর হাসানকে সাহস দেবেন? কত সিনেমা কতভাবে ছাড়পত্র পাচ্ছে। যত আইন সব এই ‘মধ্যবিত্ত’ সিনেমার ওপর!’

এদিকে বিষয়টি নিয়ে ‘মধ্যবিত্ত’র পরিচালক তানভীর হাসান সংবাদমাধ্যমকে বলেন, ‘চলতি বছরের ফেব্রুয়ারিতে আমি সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেই। তখন আমাকে সিনেমার কিছু সংলাপ পরিবর্তন করার জন্য বলা হয়। আমি সে অনুযায়ী সংলাপ সংশোধন করে গত সোমবার সিনেমাটি আবার জমা করি। কিন্তু এবার সেন্সর বোর্ড থেকে অনেক সংশোধন দিয়েছে।’

সংশোধনীর বিষয়ে নির্মাতা তানভীর হাসান জানান, ‘সিনেমার নাম পরিবর্তন, ‘মধ্যবিত্ত’ কথাটি বহুবার ব্যবহার করা হয়েছে— তা কমানো, সিনেমার দৃশ্য কর্তন ইত্যাদি। সব মিলিয়ে এবারের চিঠিতে সাতটি সংশোধনের কথা বলা হয়েছে।’

নির্মাতার দাবি, ‘এতগুলো সংশোধন করলে সিনেমার মূল গল্পই হারিয়ে যাবে। তাছাড়া আমি তো সিনেমার নামের জন্য বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদ নিয়েছি। তাহলে এখন কেন নাম বদলানোর কথা আসবে? আমি জানি না, তারা (সেন্সর বোর্ড) এটি কেন করছে? কত শত ছবি ছাড়পত্র পাচ্ছে, আর কী কারণে তারা ‘মধ্যবিত্ত’কে আটকে রেখেছে!’

আত্মহত্যার হুমকি প্রসঙ্গে তানভীর হাসান বলেন, ‘হ্যাঁ, এ ছাড়া আমার কিছুই করার নেই। অনেক স্বপ্ন ও অর্থ খরচ করে আমরা একটা সিনেমা নির্মাণ করি দর্শকদের জন্য। এখন যদি সেই স্বপ্নকে এভাবে মেরে ফেলা হয়, তাহলে বেঁচে থেকে লাভ কী! অনেক অসহায় হয়েই আমি এ কথা বলেছি।’

(ঢাকাটাইমস/১০মে/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :