মতিঝিলে ভুয়া ডিবি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৪, ১৬:৫৩
অ- অ+

ট্রাফিক আইন অমান্য করে মোটরসাইকেল চালানোর সময় ডিবি পুলিশ পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে ট্রাফিক পুলিশ।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে যানবাহনের কাগজপত্র চেক করার পর ভুয়া ডিবিকে আটক করেন মতিঝিল ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. ইকবাল হোসেন এবং সার্জেন্ট সাকিব আল আজিজ।

ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাকিব হোসাইন।

তিনি জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাফিক মতিঝিল জোনের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. ইকবাল হোসেন এবং সার্জেন্ট সাকিব আল আজিজ যানবাহনের কাগজপত্র চেক করার সময় একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেলের (ঢা.মে.-ল-৬২-৫৮৫৭) চালক হেলমেটবিহীন থাকায় থামার জন্য সংকেত দেন। চালক নিজেকে ডিবির সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন বলে পরিচয় দেন এবং নিজের বিপি নাম্বার ৮৬১৫১৮১৪১৪ বলেন।

তবে তথ্য যাচাই বাছাই করে বোঝা যায় তিনি পুলিশের কোনো সদস্য নন এবং অবৈধ স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন সময় নিজেকে পুলিশ বলে ভুয়া পরিচয় দেন।

এডিসি সাকিব আরও জানান, ওই ব্যক্তির নিকট থেকে পুলিশ লেখা মোটরসাইকেল এবং বাংলাদেশ পুলিশের লোগো সম্বলিত মাস্ক উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিকে পল্টন থানার এসআই সুনীল এর নিকট পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হস্তান্তর করা হয়।

(ঢাকাটাইমস/২০মে/এলএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা