আবারও রানারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৭, ১৮:৪৫

রানার অটো-মোবাইলসের সঙ্গে তৃতীয়বারের মতো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান।

রবিবার রাজধানীর তেজগাঁওয়ে রানারের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আগামী দুই বছরের জন্য চুক্তি সই করেন সাকিব আল হাসান। রানার গ্রুপের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাফিজুর রহমান খান।

সাকিব আল হাসান বলেন, ‘রানার বাংলাদেশের এক নম্বর মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড। দেশের মানুষের জন্য এটা গর্বের বিষয় যে, রানার একমাত্র মোটরসাইকেল ব্র্যান্ড, যারা বিদেশে প্রথমবারের মতো বাংলাদেশি ব্র্যান্ডের মোটরসাইকেল রপ্তানি করেছে। এমন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’

সাকিব আরও বলেন, ‘আমরা যারা দেশকে ভালোবাসি তারা কেন দেশি ব্র্যান্ডের পণ্য ব্যবহার করব না? আপনারা রানার ব্র্যান্ডের পণ্য ব্যবহার করবেন।’

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘রানার এবং সাকিবের শক্তি মানুষের আস্থা উভয়কেই স্ব ক্ষেত্রে সফলতা অর্জনে উৎসাহ যুগিয়েছে। সাকিবকে আবারও পেয়ে রানার গ্রুপ ধন্য।’

অনুষ্ঠানে রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ও রানার অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক, সিইও মুকেশ শর্মা এবং গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০১২ সালে প্রথমবারের মতো রানার গ্রুপের অ্যাম্বাসেডর হন সাকিব আল হাসান। এরপর রানার পরিবারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কেটে যায় তার পাঁচ বছর।

ঢাকাটাইমস/২৩জুলাই/এনআই/এমআর

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :