অকালে জন্মের ঝুঁকি বাড়ায় অনিদ্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ আগস্ট ২০১৭, ২২:৫৮ | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৭, ২০:০২

গর্ভাবস্থায় অনিয়মিত ঘুম, বিশেষত অনিদ্রা এবং ঘুম সংক্রান্ত রোগ প্রারম্ভিক জন্মের ঝুঁকিপূর্ণ কারণ বলে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণায়। ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগবিদ্যা সংক্রান্ত জার্নালে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়েছে।

যুক্তরাষ্ট্রের ২২65 জন নারী-পুরুষের উপর এই গবেষণাটি পরিচালনা করা হয়। ৩৭ সপ্তাহ এবং সাড়ে আট মাস আগে জন্মানো শিশুদের মায়েদের উপর এই পরীক্ষা চালানো হয়।

গবেষকরা দেখেছেন যেসব মায়েরা অনিদ্রা জনিত সমস্যায় ভুগছেন তাদের 34 সপ্তাহের আগে বা গর্ভকালের আট মাস শেষ হওয়ার সম্ভাবনা বেশি।

এই রোগগুলোর মধ্যে প্রধান হল বাধাবিহীন শ্বাসযন্ত্র ক্রিয়াজনিত সমস্যা যা সংকীর্ণ বা পতিত বাতাসের কারণে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়। একে বলা হয় ওএসএ। এ কারণে ঘুমে সমস্যা তৈরি করে। এরফলে ক্লান্তি ও হতাশায় আক্রান্ত হচ্ছেন গর্ভবতী। শুধু তাই নয়, এরফলে কার্ডিওভাসকুলার সমস্যা এবং ডায়াবেটিস সমস্যাও দীর্ঘ মেয়াদে হতে পারে।

গবেষণায় দেখা গেছে, অনিদ্রাজনিত সমস্যার কারণে গর্ভকালীন নারীদের 14.6 শতাংশ প্রারম্ভিক সন্তান জন্ম দিচ্ছে। আর যারা সুস্থ বা যাদের ভাল ঘুম হচ্ছে তাদের 10.9 শতাংশ এই সমস্যায় ভুগছে।

এই নতুন আবিষ্কারের পর গবেষকরা অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন এমন গর্ভবতীদের নিয়ে একটি টিম গঠন করেছেন। যাদেরকে থেরাপি দিয়ে অনিদ্রা সমস্যা কমানো যায়। এর ফলে এই রোগের ঝুঁকিও কমবে বলে গবেষণায় জানানো হয়। গবেষণায় বলা হয়, বিশ্বে প্রতি ১০ টি শিশুর মধ্যে একজন অকালে জন্মে।

এএফপি রিলাক্স নিউজ অবলম্বে।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

পরিচিত যেসব খাবার ফুসফুসের সুস্থতার জন্য মহৌষধ

দেশে প্রয়োজনের তুলনায় নার্সের ঘাটতি ৩ লাখ ১২ হাজারের অধিক

‘বাত ব্যথার উপযুক্ত চিকিৎসা না করলে ঝুঁকিতে পড়বে জীবন’

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬ জন

কিডনি নষ্ট হচ্ছে গোপনেই! যেসব লক্ষণ দেখলে মোটেই অবহেলা নয়

দেশে ‘লং কোভিড’ নিয়ে বড় পর্যায়ের গবেষণার তাগিদ

দেশে অ্যাস্ট্রাজেনেকা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া জানতে জরিপ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ: প্রতিরোধে প্রয়োজন দুই বাহকের বিয়ে বর্জন

শিবনারায়ণ দাশের চোখে আলো দেখছেন মশিউর-আবুল কালাম

মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :