বন্যার্তদের সর্বোচ্চ সহায়তা দেয়া হবে: খালিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৭, ১৮:১৮

বন্যা দুর্গতদের পাশে সরকার ও আওয়ামী লীগ রয়েছে জানিয়ে দুর্গত পরিবারগুলোকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। বলেছেন, প্রয়োজন অনুযায়ী প্রতিটি পরিবারকে পুনর্বাসন করা হবে। যাদের ঘর-বাড়ি নষ্ট হয়েছে তাদের ঘর করে দেয়া হবে। পর্যাপ্ত ত্রাণ রয়েছে; সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ হচ্ছে। সেনাবাহিনীর কয়েকটি দল ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সোমবার তিনি জেলার বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের খোঁজখবর নেন এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন। বন্যায় নিহতদের কয়েক জনের জানাজায়ও অংশ নেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান দিনাজপুর-২ আসনের এ সংসদ সদস্য।

ত্রাণ তৎপরতার এক পর্যায়ে বিরল উপজেলার কাঞ্চন ব্রিজের পাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খালিদ মাহমুদ। বন্যা দুর্গতদের সমবেদনা জানিয়ে তিনি বলেন, আপনার একা নন, নিজেদের অসহায় ভাববেন না। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় আপনাদের খোঁজ নিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেছে।

খালিদ বলেন, স্থানীয় প্রশাসনের সব কর্মকর্তাকে ত্রাণতৎপরতা আরও জোরদার করতে ত্বরিত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

খালিদ মাহমুদ বলেন, কিছু দুষ্কৃতিকারী বাঁধ ও রাস্তা কেটে দেয়ায় বন্যার পানি লোকালয়কে প্লাবিত করেছে। বন্যা পরিস্থিতি মোকাবেলার পর এসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় প্রশাসনের কর্তা ব্যক্তি, সেনা সদস্য ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘ফরিদপুরে সহোদর হত্যায় প্রভাবশালীদের এখনো গ্রেপ্তার করেনি প্রশাসন’

জাপার একাংশের শনিবারের সভা স্থগিত, বিতরণ করবে পানি ও স্যালাইন

পাকিস্তান প্রশংসা করে অথচ বিএনপি উন্নয়ন দেখতে পায় না: ওবায়দুল কাদের 

নতজানু সরকারকে ক্ষমতায় রেখে মানুষের সমস্যার সমাধান হবে না: সালাম 

খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক

ঝিনাইদহ-১ উপনির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের

বিএনপি নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে: ওবায়দুল কাদের

প্রতিটি সংসদীয় এলাকায় ‘এমপিরাজ’ তৈরি হয়েছে: রিজভী

উপজেলা ভোটের মাঠে বিএনপির তৃণমূল নেতারা

এই বিভাগের সব খবর

শিরোনাম :