তলিয়ে গেছে শেরপুর-জামালপুর সড়ক

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৭, ১৩:৪৮

বন্যার পানিতে শেরপুর-জামালপুর সড়কের কজওয়ে তলিয়ে গেছে। ফলে যেকোনো সময় ওই সড়কে চলাচলকারী উত্তরবঙ্গ প্রবেশের সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। পুরাতন ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি বাড়তে শুরু করায় এ অবস্থার সৃষ্টি হলো।

বুধবার ভোর থেকে জেলার ব্রহ্মপুত্র নদের পানি বাড়ার কারণে নদের বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে সদর উপজেলার চরপক্ষীমারি, কামারের চর ও চরমোচারিয়া ইউনিয়নের অনন্ত ৩০টি গ্রামে পানি প্রবেশ করেছে। ফলে এসব এলাকার শতশত একর জমির চলতি রোপা আমন ও সবজি ক্ষেত তলিয়ে যাচ্ছে। এছাড়াও ওইসব গ্রামের হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

চরপক্ষীমারি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রৌউফ জানান, পানি বৃদ্ধির কারণে শেরপুর থেকে জামালপুর হয়ে উত্তরবঙ্গ প্রবেশের সড়কের চরপক্ষীমারি ইউনিয়নের পোড়ার দোকান নামক স্থানের কজওয়ের উপর দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। ফলে যেকোনো সময় ওই সড়কে চলাচলকারী সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। পানির তোড়ে ইতিমধ্যে কজওয়ের দক্ষিণ প্রান্তের সড়কে গর্ত সৃষ্টি হয়ে পড়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে শেরপুর-জামালপুর-উত্তরবঙ্গের বিভিন্ন পণ্য ও যাত্রীবাহী যানবাহন। এছাড়া সড়ক ভেঙে যাওয়ায় ধীরগতিতে যান চলাচলের কারণে কজওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

অন্যদিকে শেরপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রক্ষপুত্র নদের পানি বাড়ছে, ব্রহ্মপুত্র সেতুর সংলগ্ন এলাকায় বিপদসীমা বরাবর পানি প্রবাহিত হচ্ছে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :