প্রধানমন্ত্রী প্রতিনিয়ত বন্যা-ত্রাণের খোঁজ রাখছেন: পররাষ্ট্রমন্ত্রী

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৭, ১৮:১২

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত বন্যা ও ত্রাণ কার্যক্রমের খোঁজ-খবর নিচ্ছেন ও বন্যাকবলিত মানুষের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিচ্ছেন। আপনারা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। প্রয়োজনে বন্যার্তদের মানবিক সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে।

বুধবার চিরিরবন্দর উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সকলের তালিকা করে ত্রাণ ও অন্যান্যসামগ্রী ব্যবস্থা করা হচ্ছে। বন্যদুগর্তদের সকল ধরনের সহায়তা প্রদানে ত্রাণ কার্যক্রম পরিচালনা পর্যাবক্ষণ, তত্ত্বাবধানে উপজেলা কন্ট্রোলরুম করা হয়েছে। এতে সরকারি-বেসরকারি সকল কর্মকর্তা-কর্মচারী উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ স্থানীয় প্রতিনিধিরা এক যোগে কাজ করছেন।

তাদের মাধ্যমে বন্যার্তদের মাঝে সকল ধরনের সহযোগিতা দেয়া হবে বলেও তিনি জানান। পররাষ্ট্রমন্ত্রী চিরিরবন্দর উপজেলার বন্যাদুগর্ত এলাকার ফতেজংপুর, আব্দুলপুর, সাইতাড়া, তেঁতুলিয়া ইউনিয়নসহ ছয়টি স্থানে বন্যাদুগর্ত ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :