রায়ের প্রতিক্রিয়ায় তৎপরতা রাষ্ট্রদ্রোহ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৯:২৯ | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১৪:৩২

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় প্রকাশের পর ক্ষমতাসীন দলের প্রতিক্রিয়া রাষ্ট্রদ্রোহের শামিল বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এজন্য ভবিষ্যতে তাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা এ কথা বলেন। বিএনপির সাবেক মহাসচিব আবদুস সালাম তালুকদারের ১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা ও মিলাদের আয়োজন করে আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ।

ফখরুল বলেন, ‘সংবিধান অনুযায়ী বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগের ওপর কারো হাত সংবিধান সম্মত নয়।’

বিচারক অপসারণের ক্ষমতা সংসদে ফিরিয়ে এনে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর পাস হওয়ায় সংবিধানের ষোড়শ সংশোধনী গত ৩ জুলাই অবৈধ ঘোষণা করে আপিল বিভাগ। গত ১ আগস্ট প্রকাশ হয় পূর্ণাঙ্গ রায়। আর এই রায়ে সংসদ, বিশেষ করে বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগ এনে সমালোচনায় মুখর আওয়ামী লীগ।

রায়ের ‘অবমাননাকর’ ও ‘অপ্রাসঙ্গিক’ বক্তব্য এক্সপাঞ্জে আবেদন করা হবে- সরকারের এমন ঘোষণার মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রথমে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবং পরে দেখা করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদের মধ্যে।

এরই ধারাবাহিকতায় বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এসময় ওবায়দুল কাদের ছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।

এই বৈঠকের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা গতকাল দেখলাম প্রধানমন্ত্রী স্বয়ং অ্যাটর্নি জেনারেল এবং আইনমন্ত্রীকে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পরে এভাবে সাক্ষাৎ করায় জাতি উদ্বিগ্ন এবং হতাশ। এর আগেও আমরা দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধান বিচারপতির সঙ্গে দেখা করলেন।’

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে পর্যবেক্ষণের প্রশংসা করেন বিএনপি নেতা। বলেন, ‘আমরা এবং দেশের মানুষ মনে করে বর্তমান রাজনীতিতে এ রায়ে যে পর্যবেক্ষণ দেয়া হয়েছে তা খুব গুরুত্বপূর্ণ। দেশের মানুষের জন্য, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য, সংবিধানকে সমুন্নত রাখার জন্য এ রায় শুধু যুগোপযোগী নয়, ঐতিহাসিক। আমি মনে করি এটি একটি দলিল। এখানেই আওয়ামী লীগের গাত্রদাহ শুরু হয়েছে। সরকার দেখছে যে তাদের পায়ের নিচে মাটি নেই।’

ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ যে অবৈধভাবে দীর্ঘদিন শাসন চালিয়ে আসছে তার প্রকাশ ঘটেছে এই রায়ের মধ্য দিয়ে। বিচার বিভাগ নিজেরাই বলেছে,সরকার তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।’

সরকারের দেশের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতাসীনরা একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে রাষ্ট্রের প্রধান তিনটি স্তম্ভ শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগকে ধ্বংসের ষড়যন্ত্র করছে।’

‘আমি এ ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রমুখ আলোচনা সভায় বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/বিইউ/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক 

বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে লেবার পার্টির বৈঠক

সরকার সহিংসতা করে দায় আমাদের ওপর চাপিয়েছে: নজরুল ইসলাম

আ স ম রবের বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল 

সমমনা জোটের সঙ্গে বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :