সড়ক মেরামতের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৬

কুষ্টিয়া পৌরসভার লাহিনী বটতলা থেকে চাউলের বর্ডার পর্যন্ত জরাজীর্ণ এবং যান চলাচলের অনুপযোগী সড়ক মেরামতের দাবিতে ১১ ও ১২নং ওয়ার্ডের সর্বসাধারণ মানববন্ধন করেছে। মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া পৌরসভার হরিশংকপুর রেলগেটের সামনে এ মানববন্ধন পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন- প্যানেল মেয়র মতিউর রহমান মজনু, সাবেক কমিশনার জিয়া উল হক জিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মূছা আলী খান, ইঞ্জিনিয়ার হুমায়ন কবির ও মনজুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কুষ্টিয়া পৌরসভার নির্ধারিত ট্যাক্স, কর পরিশোধ করা হলেও মেয়র তার আখের গোছানোর জন্য সড়কটি মেরামত করছে না। লাহিনী বটতলা থেকে চাউলের বর্ডার হয়ে বাণিজ্যিক এলাকা বড় বাজার পর্যন্ত প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত গাড়ি চলাচল করে। মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে যায়। সে কারনে সড়কটি মেরামত করা জরুরি হয়ে পড়েছে। আগামী ১ মাসের মধ্যে সড়কটি মেরামত না করলে শহরকে অচল করে দেয়াসহ আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :