ভৈরবে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৫৭

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের বঙ্গবন্ধু স্বরণীর সড়কে আনোয়ারা জেনারেল হাসপাতাল সংলগ্ন স্থানে অবৈধভাবে দখলে থাকা দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বসতবাড়ি উচ্ছেদ করে ভৈরব পৌরসভা।

সোমবার দুপুরে পৌর মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

পৌর মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ জানান, আনোয়ারা জেনারেল হাসপাতালে পাশে পৌরসভার জায়গায় ইজিবাইক স্ট্যান্ড করার জন্য পরিকল্পনা করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে সে জায়গায় অবৈধ দখলদারদের কাছ থেকে জায়গা উদ্ধারের উদ্যোগ নেয়া হয়েছে। অবৈধ দখলকৃত ব্যবসায়ীদের নোটিশ প্রদানের পর নিজ থেকে সকল ব্যবসায়ী তাদের দখলে থাকা জমি ছেড়ে দেয়।

সাবেক মহিলা কাউন্সিলর নার্গিস বেগম অবৈধভাবে তিন হাজার স্কয়ার ফিট জায়গা দখল করে রেখেছিল। কয়েক দফায় পৌরসভা থেকে নোটিশ দেয়ার পরও জায়গা ছেড়ে না দেয়ায় আজ এ উচ্ছেদ অভিযান চালানো হয় বলে তিনি জানান।

নার্গিস বেগম বলেন, আমি পৌরসভার জায়গা দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান তুলি নাই। তিনি দাবি করেন, তার নিজস্ব সম্পত্তি ছিল।

কিন্তু উচ্ছেদ অভিযানের সময় ভৈরব থানা পুলিশ যখন বৈধ কাগজপত্র দেখাতে বলে তখন তিনি কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :