কাশ্মিরে বিএসএফ ক্যাম্পে পাকিস্তানি ‘জঙ্গি হামলার’ দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৪:৩২ | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০১৭, ১৩:১৪

ভারত শাসিত কাশ্মিরের রাজধানী শ্রীনগরে বিমানবন্দর সংলগ্ন বিএসএফের একটি ক্যাম্পে আত্মঘাতী জঙ্গি হামলায় সন্দেহভাজন দুই ব্যক্তি নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওই ক্যাম্প লাগোয়া বিমানবাহিনীর একটি ঘাঁটিও রয়েছে। মঙ্গলবার ভোরের ওই ঘটনায় তিনজন বিএসএফ জওয়ান গুরুতর আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে মারা গিয়েছে দুই জঙ্গিও। এখনও দুইপক্ষের লড়াই চলছে।

বিএসএফ সূত্রে জানানো হয়েছে, ওই ক্যাম্পে আরও কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করেছে।

শ্রীনগরের পুলিশ ইন্সপেক্টর জেনারেল মুনীর খান জানান, ‘আজ ভোর পাঁচটা নাগাদ হামলা শুরু হয়। বিএসএফের ১৮২ নম্বর ব্যাটালিয়ন ওই শিবিরে অবস্থান করছে। তিনজন জঙ্গি হামলা চালিয়েছে বলে আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এদের মধ্যে একজন অ্যানকাউন্টারে নিহত হয়েছে। বাকি দুইজন এখনও বিএসএফ শিবিরেই লুকিয়ে আছে।’

গোটা এলাকায় হেলিকপ্টারে নজরদারি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। বিমানবন্দর যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। রাস্তায় অজস্র গাড়ি দাঁড়িয়ে আছে।

কিন্তু বিমানবন্দরের কর্মকর্তারা জানান, আপাতত বিমান ওঠা নামা বন্ধ থাকছে। যতক্ষণ না 'জঙ্গিদের' সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াই শেষ হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং আজ দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে সীমান্ত পেরিয়ে জঙ্গিরা হামলা চালিয়েছিল উরিতে। ১৯ জওয়ান নিহত হয়েছিল সেই জঙ্গি হামলায়। এরপরেই নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় বাহিনী।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো, গ্রেপ্তার কয়েকশ

চীন ও যুক্তরাষ্ট্রের উচিত অংশীদার হওয়া, প্রতিদ্বন্দ্বী নয়: শি জিনপিং

গাজা উপকূলে অস্থায়ী বন্দর তৈরি করছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বিচার হবে কি না? প্রশ্নে বিভক্ত মার্কিন সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রে চীনা শিক্ষার্থীর ৯ মাসের জেল

গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের নতুন প্রস্তাব ইসরায়েলের

তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৫৫ 

ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

এই বিভাগের সব খবর

শিরোনাম :