গাজীপুরে ককটেল ফাটিয়ে ছয় লাখ টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৭, ০৮:৫৪

গাজীপুরের চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় ককটেল ফাটিয়ে ডাচ বাংলা এবং বিকাশের দোকান থেকে পাঁচ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই হয়েছে। এসময় ছিনতাইকারীদের হামলায় মো. ফারুক নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন।

চক্রবর্তী ক্যাম্পের এসআই মো. হারুন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশে চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় কয়েক ছিনতাইকারী একটি প্রাইভেটকার থেকে নেমে অতর্কিতে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় গুলির শব্দ মনে করে এলাকার লোকজন ছুটোছুটি শুরু করে এবং বাসস্ট্যান্ড এলাকা ছেড়ে চলে যায়। একপর্যায়ে ছিনতাইকারীরা ওই এলাকার এবিএম ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট এবং বিকাশের এজন্টের দোকানে ঢুকে পড়ে এবং মো. নাসিরের ডাচ বাংলার ক্যাশ থেকে পাঁচ লাখ এবং মো. ফারুক মিয়ার বিকাশের ক্যাশ থেকে ৯০ হাজার টাকা লুট করে নেয়। এসময় ফারুক বাধা দিলে তাকে ধারালো অস্ত্রে হাত ও মাথায় আঘাত করে ছিনতাইকারীরা টাকা নিয়ে গাড়িতে করে দ্রুত এলাকা ত্যাগ করে।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ছিনতাইকারীদের আটকে এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :