নাটোরে তিন ক্লিনিককে জরিমানা

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৭, ১৯:২৬

স্বাস্থ্যসেবায় বিভিন্ন অনিয়মের অভিযোগে নাটোরে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে নয় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার এবং প্যাথলজি ল্যাব সিলগালা করে দেয়া হয়।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার শেখ আনোয়ার হোসেন জানান, বুধবার দুপুরে র‌্যাব-৫ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত শহরের কানাইখালি এলাকার পপুলার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা প্রদান, অপরাশেন থিয়েটার এবং প্যাথলজি ল্যাবের পরীক্ষা নিরীক্ষার মেশিন নষ্টের পরও রিপোর্ট তৈরিসহ নানা অভিযোগে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অপরেশন থিয়েটার ও প্যাথলজি ল্যাব সিলগালা করে করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান, জনবল সংকটসহ বিভিন্ন অভিযোগে কানাইখালি এলাকার শেফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে দুই লাখ এবং মুক্তি ক্লিনিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় অভিযানে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এএইচএম ফেরদৌসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত র‌্যাব-৫ এর ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চলছিল।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :