সরকারের ক্রোধের শিকার প্রধান বিচারপ‌তি: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০১৭, ১২:৪৬
অ- অ+

প্রধান বিচারপতি এস কে সিনহা সরকারের ক্ষোভ এবং ক্রোধের শিকার বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কল্যাণ পা‌র্টির আয়োজনে কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান অপহরণের প্রতিবাদে ও সন্ধানের দাবিতে মানববন্ধনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘প্রধান বিচারপতির অসুস্থতা কিছু নয় এটা ভুয়া, এটার একমাত্র টার্গেট হলো সরকারের বিরু‌দ্ধে ‌ষোড়শ সং‌শোধনীর রায় নি‌য়ে কোনো কথা বলবে না।'

প্রধান বিচারপতি বৃহস্পতিবার ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে যাওয়ার কথা তুলে রিজভী বলেন, ‘আইনমন্ত্রী বলছেন বিচারপতির ক্যান্সার এজন্য ছুটি নিয়েছেন। এদিকে আওয়ামী লীগ নেতা নাসিম বলছেন বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এটা অন্য কিছু না শুধু সরকারের ক্ষোভের শিকার।’

বাংলাদেশ কল্যাণ পাটির আয়োজিত এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্যের প্র‌তিষ্ঠাতা ডা. জাফরুউল্লাহ চৌধুরী, মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম, খন্দকার লুৎফর রহমান, মাওলানা তোফাজ্জল, মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান প্রমুখ।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/বিইউ/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে লঙ্কানরা
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা