প্রধান বিচারপতি গৃহবন্দী নন এটা প্রমাণ হয়েছে: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০১৭, ২১:৫৯| আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ২২:০০
অ- অ+

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গৃহবন্দী এমন গুজব যারা ছড়ায় তাদের জবাব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ‘ভিসার জন্য অস্ট্রেলিয়ান হাইকমিশনে যাওয়া এবং পূজার জন্য মন্দিরে যাওয়ার মাধ্যমে প্রমাণ হয় প্রধান বিচারপতি গৃহবন্দী নন।’

শুক্রবার বিকালে ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাজনীতির ময়দানে দিশেহারা হয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বিএনপি নেতারা এমন অভিযোগ করে কাদের বলেন, 'প্রধান বিচারপতি সঙ্গে অনেকেই দেখা করেছেন। মির্জা ফখরুল ইসলাম ও মওদুদ সাহেব দেখা করতে যান, তারা বিচারপতির সঙ্গে কথা বলে দেখা করুক। সরকার কোথায় বাধা দেয় আমরা দেখবো।’

রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতি ছুটি চেয়ে যে আবেদন করেছেন তা ভুয়া বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘জাল শব্দটা তার জীবনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। মওদুদ আহমদের মুখে প্রধান বিচারপতির সই জাল বা ভুয়া এটা ভূতের মুখে রাম রাম।'

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/টিএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপজেলা বিএনপি সভাপতির নির্দেশে ঢাবি ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের অভিযোগ
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত
সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু
ডাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশ: প্রতিদ্বন্দ্বিতায় সর্বমোট ৪৭১ জন প্রার্থী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা