প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দিতে রাজপথে নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৭, ০৮:৩৮| আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ০৯:২৬
অ- অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে ভোর থেকেই রাস্তায় অবস্থান নিয়েছে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার ভোর থেকেই নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন। তাদের হাতে বাংলাদেশর পতাকা, প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার পোস্টার শোভা পাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে বাসে, খোলা ট্রাকে করে ব্যান্ড বাজিয়ে নেতাকর্মীদের আসছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর শেষে আজ শনিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৯টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি।

জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে সরকারের জোরালো অবস্থান তুলে ধরা এবং আন্তর্জাতিক মহলে প্রধানমন্ত্রীর অবস্থান প্রশংসিত হওয়ায় তাঁকে গণসংবর্ধনা দেয়ার আয়োজন করে আওয়ামী লীগসহ বিশিষ্ট নাগরিকরা।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানিয়েছেন, ভোর থেকেই নেতাকর্মীরা নিজ নিজ দলীয় ও জাতীয় পতাকা হাতে বিমানবন্দর এলাকা থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে জমায়েত হচ্ছেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দিচ্ছেন।

সড়কে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। সময়ের বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সংখ্যাও বাড়ছে।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‌্যাব, পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা গেছে।

জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ২ অক্টোবর দেশে ফেরার কথা থাকলেও তার গলব্লাডারে অস্ত্রোপচার করায় দেশে ফেরার তারিখ পেছানো হয়।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/টিএ/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধার পরিশোধ না করায় এসবি’র সাবেক এসপি নিহার রঞ্জনের পদাবনতি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ায় মেঘনা ব্যাংকের নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা