ভারত-অস্ট্রেলিয়া সমান সমান

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ২১:৫১ | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৭, ২১:০৭

আউটফিল্ড খেলার অনুপযোগী থাকায় ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের শেষ টি-টোয়েন্টি মাঠে গড়ায়নি। ফলে সমতা নিয়েই সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে।

প্রথম ম্যাচটা জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে জয়ের হাসি হেসেছে অস্ট্রেলিয়া। আজ ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি তাই রূপ নেয় অঘোষিত ফাইনালে। কিন্তু ‘ফাইনালে’ মাঠে গড়াল না এক বলও।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭.৩০টায়। কিন্তু আউটফিল্ড ভেজা থাকায় রাত ৯টার দিকে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।

এর আগে দুই দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত জিতেছিল ৪-১ ব্যবধানে। এরপর জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজও শুরু করেছিল বিরাট কোহলির দল। স্বাগতিকরা বৃষ্টি আইনে প্রথম ম্যাচটি জিতেছিল ৯ উইকেটে। তবে পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ৮ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় সফরকারীরা।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :