পঞ্চগড়ে ফুটবল টুর্নামেন্ট, মাঠে নামলেন ক্রীড়া উপমন্ত্রীও

আঞ্চলিক প্রতিনিধি, পঞ্চগড়
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৭, ২২:০৪

প্রায় তিন বছর পর আবারো পঞ্চগড়ে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকালে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাঁওতাল গোষ্ঠীর মনোজ্ঞ পরিবেশনা পরিবেশিত হয়।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে বছরের সবচেয়ে বড় এই ফুটবল টুর্নামেন্টে দেশের বিভিন্ন স্থানের মোট ১২টি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী খেলায় বগুড়া শহীদ তারেক সংঘ নওগাঁ জেলা দলকে ৪-৩ গোলে পরাজিত করে। খেলায় দ্বিতীয়ার্ধের পর দুর্বল নওগাঁ দলকে সহযোগিতার জন্য মাঠে নামেন ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়। প্রতিমন্ত্রী মাঠে নামার সাথে সাথেই দুই দলেই শক্তির সঞ্চার হয়। গোল হতে থাকে পাল্টাপাল্টি। এ সময় তিনি প্রায় ২০ মিনিট সঙ্গ দেন নওগাঁ জেলা দলকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরাজয়ের মালা নিয়েই ফিরতে হয় নওগাঁ জেলা দলকে।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সাংসদ অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আল হাকিম মো. নওশাদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :