হলমার্কের দুই মামলায় সাক্ষ্য দিলেন সোনালী ব্যাংক জিএম

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৭, ১৬:৫২

বহুল আলোচিত হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির দুই মামলায় সাক্ষ্য দিয়েছেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) আবুল হোসেনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত।

রবিবার ঢাকার এক নম্বর বিশেষ জজ আতাউর রহমানের আদালতে প্রতিষ্ঠানটির মালিক তানভীর মাহমুদসহ ১৯ জনের বিরুদ্ধে তিনি এ আংশিক সাক্ষ্য দেন। একই সঙ্গে বিচারক আগামী ৮ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

সাক্ষী আবুল হোসেন মামলা দুইটিতে দুদকের পক্ষের দুই নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন। মামলা দুইটির মধ্যে একটি মামলায় তিনি এর আগে গত ২৩ জুলাই, ৩০ আগস্টও আংশিক জবানবন্দি প্রদান করেন। অপর মামলায় তিনি রবিবারই জবানবন্দি দেয়া শুরু করলেন।

মামলার আসামিদের মধ্যে তানভীর মাহমুদসহ সাতজন আসামি কারাগারে আছেন। জামিনে আছেন তানভীরের স্ত্রী জেসমিন ইসলাম উভয় মামলায় জামিনের থাকলেও তিনি মতিঝিল থানার অপর একটি মামলায় কারাগারে রয়েছেন। সাক্ষ্যগ্রহণকালে তানভীর ও তার স্ত্রীসহ হাজতি আসামিদের আদালতে হাজির করা হয়।

এর আগে ২০১৬ সালের ২৭ মার্চ মামলাগুলোয় চার্জগঠন করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। পরবর্তী সময়ে মামলাগুলো সাক্ষ্যগ্রহণকৃত আদালতে পাঠানো হয়। একই আদালতে একই প্রকারের আর নয়টি মামলা বিচারাধীন রয়েছে।

২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর ১১টি মামলায় মোট ২৫ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন।

এর আগে ২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় তানভীর মাহমুদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুদক। মামলায় আসামিদের সোনালী ব্যাংকের শেরাটন (বর্তমানে রূপসী বাংলা) হোটেল শাথা থেকে ভুয়া কাগজপত্র দিয়ে দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ করা হয়।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :