নওয়াজের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৯:৪৬ | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৭, ১৯:০৫

লন্ডনে অবৈধ সম্পত্তি রয়েছে- এই অভিযোগে প্রাক্তন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে চার্জ গঠন করেছে পাকিস্তানের দুর্নীতি দমন আদালত। পানামা পেপার কেলেঙ্কারি–সংক্রান্ত এ মামলায় আজ বৃহস্পতিবার আদালত এ নির্দেশ দিয়েছেন। এ মামলায় দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে।

চলতি বছরের জুলাইতে ৬৭ বছর বয়সী নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। তার আগে সে দেশের সুপ্রিম কোর্ট এক রায়ে জানায়, ওই পদে থাকার যোগ্যতা তার নেই। কারণ নওয়াজের আয়ের একটা উৎস সম্পর্কে কোনও স্বচ্ছতা ছিল না। এরপরেই তিনি প্রধানমন্ত্রী পদ থেকে সরে যান। তবে ক্ষমতায় থাকা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের ওপর পুরো নিয়ন্ত্রণই রেখে চলছিলেন।

মরিয়ম নওয়াজ ও তার স্বামী সফদার

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ আদালতে নওয়াজ, কন্যা মরিয়ম ও জামাতা (অব.) ক্যাপ্টেন মোহাম্মদ সফদার— তিন জনের বিরুদ্ধেই আদালত চার্জ গঠন করেছে। আজ আদালতে মরিয়ম এবং তার স্বামী হাজির ছিলেন। নওয়াজ যদিও নিজে হাজির থাকতে পারেননি, প্রতিনিধি পাঠিয়েছিলেন। স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন। তার কাছেই আপাতত রয়েছেন নওয়াজ।

প্রাথমিকভাবে পানামা পেপার্স কেলেঙ্কারিতে নওয়াজকে ছাড় দিয়েছিল পাকিস্তান আদালত।কিন্তু তার সম্পত্তির হিসাব খতিয়ে দেখতে নির্দেশ দেয়া হয়েছিল। দেখা যায়, আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রচুর সম্পত্তি রয়েছে তার। এরপরে আবার নওয়াজের বিরুদ্ধে তদন্ত শুরু করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো(ন্যাব)।

সুপ্রিম কোর্টের নিয়োগ করা অন্য একটি প্যানেলও জানায়, নওয়াজের পরিবারের সম্পত্তি সঙ্গে আয়ের কোনও মিল নেই।এরপরেই তার দুই ছেলে এবং মেয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো, গ্রেপ্তার কয়েকশ

চীন ও যুক্তরাষ্ট্রের উচিত অংশীদার হওয়া, প্রতিদ্বন্দ্বী নয়: শি জিনপিং

গাজা উপকূলে অস্থায়ী বন্দর তৈরি করছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বিচার হবে কি না? প্রশ্নে বিভক্ত মার্কিন সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রে চীনা শিক্ষার্থীর ৯ মাসের জেল

গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের নতুন প্রস্তাব ইসরায়েলের

তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৫৫ 

ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

এই বিভাগের সব খবর

শিরোনাম :