‘জাসদ যাকে বুক দেয়, তাকে কখনো পিঠ দেয় না’

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০১৭, ২০:৫৯

তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘স্বাধীন দেশে রাজাকারমুক্ত করতে ১৪ দলের সাথে জোট করার জন্য শেখ হাসিনার প্রস্তাব দিয়েছি। রাজাকার খুনিদের বিচ্ছিন্ন করতে আওয়ামী লীগের সাথে জোট করেছি। এখনো জোটে আছি, আগামীতেও থাকব। জাসদ যাকে বুক দেয়, তাকে কখনো পিঠ দেয় না। তাই আমরা সবাই মিলে রাজাকার ও জঙ্গিমুক্ত দেশ গড়তে চাই।’

বুধবার সন্ধ্যায় শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জাসদের ৪৫তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জাসদের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমার আঙ্গুল তুলতে হয়- জিয়া ও এরশাদের দিকে। ওরাই স্বাধীন দেশে জামায়াতের নিজামী-মুজাহিদদের এ দেশে প্রতিষ্ঠা করেছে। আর খালেদা জিয়া রাজাকারদের মন্ত্রী বানিয়েছে। দেশে একবার রাজাকারের আরেকবার মুক্তিযোদ্ধাদের সরকার হতে পারে না। আমরা চাই না, এই বাংলায় কোন রাজাকার সরকার আসুক। আবার যদি রাজাকারের হাতে ক্ষমতা আসে, তাহলে আদর্শবান নেতাকে মৃত্যুবরণ করতে হবে। রাজাকার ও জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় সেই খালেদা কিভাবে ভাল হয়?’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার কাছে ক্ষমতা যাওয়া মানে রাজাকার, সন্ত্রাস ও জঙ্গিবাদের কাছে ক্ষমতা যাওয়া। তাই দেশ জঙ্গিবাদ ও রাজাকারমুক্ত করতে হলে খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রাখতে হবে।’

ইনু বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে আপস করা মানে বঙ্গবন্ধুর খুনিকে রক্ষা করা। খালেদা জিয়ার সাথে আপস করা মানে রাজাকার ও জঙ্গিদের সাথে আপস করা।’

তিনি বলেন, আমি কোন নির্বাচন নিয়ে কথা বলতে চাই না। আমি রাজাকার ও জঙ্গিদের বিরুদ্ধে কথা বলতে চাই। এদেশের মাটিকে খাঁটি করতে হলে রাজাকার ও জঙ্গিমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আর খালেদা জিয়া সকালে এক কথা বলেন, আর বিকালে বলেন আরেক কথা। তার কোন কথার ঠিক-ঠিকানা নেই।

খালেদা নির্বাচন চান না, নির্বাচন বানচাল করতে চান বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী।

নারায়ণগঞ্জ জেলা জাসদের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও মহানগর জাসদের সাধারণ সম্পাদক শাহ জাহানের পরিচালনায় আরো বক্তব্য দেন- জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, সাংগঠনিক সম্পাদক মীর্জা আনোয়ারুল হক, জাসদের মহানগর কমিটির সভাপতি মোসলেম উদ্দিন আহম্মেদ, বন্দর থানা জাসদের সভাপতি মাজহারুল ইসলাম মাজু, জাসদ ফতুল্লা থানা কমিটির সভাপতি সৈয়দ হোসেন, জাসদ নেতা একএম ইব্রাহিম প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইসরায়েলি লবির সঙ্গে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি: হাছান মাহমুদ

ডোনাল্ড লু'র আগমনে সরকার ভীত: ববি হাজ্জাজ

গণতন্ত্রের আস্থার মূল জায়গা ধ্বংস করে ফেলা হয়েছে: গয়েশ্বর

ভারতের নির্বাচনের পরই দীর্ঘমেয়াদি ভিসার বিষয়ে ব্যবস্থা: নানক

লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদেররা অস্থিরতায় ভুগছেন: রিজভী

ঢাকা টাইমসের ১২ বছরে পদার্পণে বাংলাদেশ ন্যাপের শুভেচ্ছা 

বর্তমান ব্যবস্থায় নির্বাচন শতভাগ সুষ্ঠু হওয়া সম্ভব নয়: চুন্নু

ইসলামাবাদের জিঞ্জির ভেঙেছি দিল্লির শাসন গ্রহণের জন্য নয়: ফারুক

কোনো ভিসানীতির পরোয়া করে না বাংলাদেশ: ওবায়দুল কাদের

অব্যাহত কর্মসূচির মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বিএনপির 

এই বিভাগের সব খবর

শিরোনাম :