জয়পুরহাটে গৌতম বুদ্ধের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৭, ০০:০০

জয়পুরহাট সদর উপজেলার পূর্ব সুন্দরপুর গ্রামে পুকুর খননকালে একটি কষ্টি পাথরের গৌতম বুদ্ধের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ওই কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন জানান, সদর উপজেলার আমাদই ইউনিয়নের সুন্দর গ্রামের জনৈক বাবুল হোসেনের পুকুর সংস্কারের কাজ চলছিল। পুকুর খননের এক পর্যায়ে শ্রমিকরা মূর্তিটি দেখতে পেয়ে পুকুর মালিককে জানায়। পরে পুকুর মালিক বাবুল হোসেন স্থানীয় ইউপি সদস্য আহসান হাবিবের মাধ্যমে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে। মূর্তিটির আনুমানিক মূল্য এক কোটি টাকা হতে পারে বলেও ওসি জানান।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :