দীপিকা তো ভারতীয়ই নন: বিজেপি নেতা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ০৯:৪২ | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৭, ০৮:৫৩

সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবির মুক্তি ঘিরে বিতর্ক দিন দিন বাড়ছেই। দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শহিদ কাপুর অভিনীত ছবির মুক্তি আটকাতে তৎপর বহু রাজনৈতিক সংগঠন।

গেরুয়া শিবিরের তরফ থেকে তো মামলাও করা হয়েছিল। যদিও তা শীর্ষ আদালতে খারিজ হয়ে যায়। রাজস্তানসহ ভারতের একাধিক রাজ্যে এই ছবির মুক্তি নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।

এর মধ্যেই ‘পদ্মাবতী’ বিতর্কে ইন্ধন দিলেন সাংসদ ও ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের নেতা সুব্রহ্মণ্যম স্বামী। সরাসরি তিনি আক্রমণ করলেন ‘রানী পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করা দীপিকা পাড়ুকোনকেই। এমনকী প্রশ্ন তুলেছেন অভিনেত্রীর ভারতীয় পরিচয় নিয়েও।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ‘পদ্মাবতী’ বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দীপিকা বলেন, ‘এটা অত্যান্ত আতঙ্কের। নিজেদের আমরা এ কোথায় নিয়ে যাচ্ছি? কোন অবস্থায় রয়েছে আমাদের দেশ? ‘পদ্মাবতী’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে আমরা কেবল সিবিএফসির কাছেই জবাবদিহি করতে প্রস্তুত। অন্য কাউকে নয়। আমি এটুকু জানি, ছবির মুক্তি কেউ আটকাতে পারবে না।’

দীপিকার এমন প্রতিক্রিয়ার পরই ক্ষেপে যান ওই বিজেপি সাংসদ। নিউজ-১৮ কে দেয়া এক সাক্ষাৎকারে স্বামী বলেন, ‘এবার দীপিকা পাড়ুকোনও কি আমাদের জ্ঞান দেবে? ওনার ইচ্ছামতো দেশ এগোবে-পেছাবে নাকি? দীপিকা তো ভারতীয়ই নন, নেদারল্যান্ডেসের নাগরিক। কাজেই, উনি ভারতের অখণ্ডতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না।’

সব বিতর্কের মধ্যেই আগামী ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ‘পদ্মাবতী’র। ছবিতে রানী পদ্মাবতী চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। আলাউদ্দিন খিলজীর চরিত্রে দেখা গেছে রণবীর সিংকে। অন্যদিকে, রানী পদ্মাবতীর স্বামী রাওয়াল রতন সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর।

ঢাকাটাইমস/১৫নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :