জজ পরীক্ষায় সফলতা নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৭, ১৮:২৬

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে সহকারী জজ হওয়ার করণীয় সম্পর্কে টেনস রিওর ল’ একাডেমির বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেয়া হয়।

মঙ্গলবার ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে ‘হাউ টু বি এ জাজ’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আইনের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ারমূলক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেয়া হয়। একই সঙ্গে তিনজন সহকারী জজ শিক্ষার্থীদের মোটিভেশনাল বক্তব্য ও তাদের নিজস্ব অভিজ্ঞতা ব্যক্ত করেছেন।

সেমিনারে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন এস এম সাকিল আহমাদ। প্রেজেন্টেশনে আইনের শিক্ষার্থীদের ক্যারিয়ার ও ক্যারিয়ার গঠনের জন্য শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেয়া হয়। এছাড়াও সেমিনারে নিজেদের বিচারক হওয়ার অভিজ্ঞতা, প্রস্ততি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক আলোচনা করেন সহকারী জজ তানজিনা চৌধুরী, সাইফুল ইসলাম ও আলিনুর ইসলাম সাইফ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন ড. মো. জহুরুল হক।

তিনি বলেন, আইনের শিক্ষার্থীদের জন্য এই ব্যতিক্রমী সেমিনার অনেক সহযোগিতা করবে। একই সঙ্গে জুডিশিয়ারিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আগামীতে এই রকম সেমিনার আরও করার জন্যও প্রত্যাশা করেন তিনি।

জুডিশিয়ারি নিয়ে এই ব্যতিক্রমী সেমিনার টেনস রিওর ল’ একাডেমি ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো করেছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৮ ও ২০ নভেম্বর স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশ ও পিপলস ইউনিভার্সিটি বাংলাদেশে জুডিশিয়ারি নিয়ে এই বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেনস রিওর ল’ একাডেমির পরিচালক ওয়াজি উল্লাহ, ইকরামুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/এমএবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :