জ্যোতিকা জ্যোতির রাজনীতিতে নামার গুঞ্জন

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৪:০৮ | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ১১:৪৬

অভিনেতা অভিনেত্রীদের রাজনীতিতে নামা নতুন কিছু নয়। চলচ্চিত্র ও নাট্যজগতে বহু অভিনেতা-অভিনেত্রীই আছেন যারা অভিনয় এবং রাজনীতি দুটোই করছেন এক সাথে। নতুন করে আবার রাজনীতিতে আসার জন্য মুখিয়ে আছেন আরো অনেক তারকা। ছোট পর্দার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ঘিরেও সম্প্রতি শুরু হয়েছে একই গুঞ্জন।

সম্প্রতি নিজ জেলা ময়মনসিংহে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন জ্যোতি। সেদিন থেকেই তার রাজনীতির মাঠে নামার বিষয়ে গুঞ্জন শুরু হয়েছে। একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এনিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

বলেছেন, ময়মনসিংহের মানুষেরা আমাকে খুব ভালোবাসে। একজন অভিনেত্রী হিসেবেই যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি প্রধান অতিথি হিসেবে ডাক পেয়েছিলাম। সত্যি বলতে আমি আমার জেলার মানুষের পাশে থাকতে চাই। সেটা এমনিতেও হতে পারে আবার রাজনীতির মাধ্যমেও হতে পারে।’

একটু ঘুরয়ে আবার তিনি বলেন, ‘এলাকার মানুষজনও চান আমি রাজনীতিতে আসি। নির্বাচনে অংশ নিই। এটা আসলে তাদের চাওয়া। আমি চাই তাদের প্রত্যাশা যেন নষ্ট না হয়।’

জ্যোতি বলেন, ‘দেশের প্রতি, সমাজের প্রতি ও এলাকার মানুষের প্রতি কিন্তু একটা দায়িত্ববোধ সবারই আছে। সেক্ষেত্রে যদি রাজনীতি করতে হয়, আমি পিছপা হবো না। হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমি আমার লক্ষ্যটা নির্ধারণ করে আনুষ্ঠানিক ঘোষণায় যাবো।’

নাট্য জগতের মানুষ হিসেবেই বেশি পরিচিতি জ্যোতিকা জ্যোতি। তবে কাজ করেছেন বাংলা চলচ্চিত্রেও। ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলী’ এবং ‘অনিল বাগচীর একদিন’ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। অভিনয় করেছেন কলকাতার ছবিতেও। সাম্প্রতিক গুঞ্জন সত্যি হলে নতুন করে আবার নাম লেখাতে চলেছেন রাজনীতিক হিসেবেও।

ঢাকাটাইমস/১৬নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :