নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

দ্বিতীয়বারের মতো চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একসময়ের ভয়ংকর খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গত শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হয় সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। সেখানে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ আক্তারকে ১৬ ভোটে হারিয়েছেন।
শিল্পী সমিতির শীর্ষ পদে জয়ী হয়েই হিন্দি সিনেমা নিয়ে কঠিন হুঁশিয়ারি দিলেন ডিপজল। সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রির এসব সিনেমা তিনি আর দেশের বাজারে ঢুকতে দেবেন না। ডিপজল জানিয়েছেন, হিন্দি সিনেমার আমদানি ঠেকানোই তার মূল লক্ষ্য।
এই অভিনেতা ও প্রযোজক বহুদিন ধরেই হিন্দি সিনেমা আমদানির বিপক্ষে কথা বলে আসছেন। তার বক্তব্য, হিন্দি সিনেমা দেশের প্রেক্ষাগৃহে চললে দেশীয় সিনেমার বাজার ধ্বংস হয়ে যাবে। কিন্তু ঠেকাতে পারেননি হিন্দি সিনেমা আমদানি। গত বছর হাফ ডজনের বেশি হিন্দি সিনেমা এসেছে বাংলাদেশে।
ডিপজল বলেন, ‘হিন্দি সিনেমা আমদানি কীভাবে শুরু হলো সেটাই জানি না। আগের কমিটি বলে তারা পক্ষে ছিল না, ওই সংগঠন বলে তারা পক্ষে ছিল না। আর লভ্যাংশ নেওয়ার তো প্রশ্নই ওঠে না।’
তিনি বলেন, ‘আমরা তো হিন্দি সিনেমা আমদানির পক্ষে না। হিন্দি সিনেমা যেন আমদানি না হয় সেই চেষ্টা করব। আমরা দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করতে চাই। হিন্দি সিনেমাকে জায়গা ছেড়ে দিতে চাই না। কলকাতার বাংলা সিনেমা আসুক, আমার আপত্তি নেই।’
হিন্দি সংস্কৃতি দেশীয় সংস্কৃতির জন্য খারাপ উল্লেখ করে ডিপজল আরও বলেন, ‘হিন্দি সিনেমা দেশে এলে মুখ থুবড়ে পড়বে দেশীয় চলচ্চিত্র। যারা বলছেন হিন্দি সিনেমা হল সচল রাখে, তারা ভুল বলছেন। নিয়ম করে দেশীয় সিনেমা মুক্তি দিলে হল এমনিতেই সচল থাকবে। আমি সেটাই করিয়ে দেখাব। এক বছরের মধ্যে আপনারা পরিবর্তন দেখতে পাবেন।’
প্রসঙ্গত, শিল্পী সমিতির এবারের নির্বাচনে ডিপজলদের প্যানেল থেকে ৮০ ভাগ প্রার্থী জয় পেয়েছে। তার প্যানেল থেকে সভাপতি পদে জয় পেয়েছেন আরেক জাঁদরেল খল অভিনেতা মিশা সওদাগর। যিনি এর আগেও দুই মেয়াদে সভাপতি পদ সামলেছেন। এবার হলেন তৃতীয়বার।
অন্যদিকে ডিপজল এর আগে ২০০২-২০০৪ মেয়াদের নির্বাচনে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। সেবার সভাপতি হয়েছিলেন খ্যাতিমান খল অভিনেতা আহমেদ শরীফ। দীর্ঘ ২০ বছরের মাথায় ফের একবার শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হলেন ডিপজল।
(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এজে)

মন্তব্য করুন