শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৪, ১২:৪৯
অ- অ+

গত বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘আম-কাঁঠালের ছুটি’। মুক্তির পর থেকে দেশে-বিদেশে ব্যাপক প্রশংসা কুঁড়ায় সিনেমাটি। বিশেষ করে নজর কাড়ে সিনেমার প্রধান চরিত্র ‘মইন্না’র ভূমিকায় অভিনয় করা শিশুশিল্পী লিয়ন আহমেদ।

তবে এখন নির্মাতা বলছেন, শুটিং শেষ হওয়ার পর থেকেই লিয়নের কোনো খোঁজ নেই। সম্প্রতি একটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে লিয়ন। কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে নির্মাতা ফেসবুকে পোস্ট দিয়েছেন।

পরিচালকের লেখাটি ঢাকা টাইমস পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

‘লিয়ন, তোকে খুঁজছি...

গতকাল একটা প্রভাবশালী পুরস্কার কমিটি থেকে ফোন করে আমার কাছ থেকে লিয়নের কন্টাক্ট নম্বর চেয়েছে। বলা হয়েছে যেভাবেই হোক, আমি যেন লিয়নের সাথে যোগাযোগের একটা ব্যবস্থা করে দেই। অথচ বছর চারেক যাবত সে লাপাত্তা!

‘আম-কাঁঠালের ছুটি’ সিনেমার প্রধান চরিত্র ‘মইন্না’র ভূমিকায় অভিনয় করেছে লিয়ন আহমেদ। ২০১৭ সালে সিনেমার শুটিং শেষ হওয়ার পর খুব একটা টঙ্গী এলাকায় যাইনি বলে ওর সাথে আর দেখা হয়নি। পরে ডাবিংয়ের জন্য ও নারায়ণগঞ্জে এসেছিল, কিন্ত বয়ঃসন্ধিকালের স্বাভাবিক নিয়মে কণ্ঠস্বর বদলে যাওয়ায় ওর সংলাপে কণ্ঠ দেয় মুন্না নামের আরেকজন ছেলে। সেটাই ছিল ওর সাথে শেষ দেখা।’

‘কোভিডের কিছু আগে একবার ফোন করেছিল লিয়ন। সিনেমার কাজ কবে শেষ হবে জানতেও চেয়েছিল। পরে সিনেমার সব কাজ শেষ হয়ে গেলে যোগাযোগ করতে গিয়ে সেই নম্বরটা বন্ধ পাওয়া যায়। যুবরাজ শামীম মারফৎ তখন জানতে পারি ওরা টঙ্গী ছেড়ে চলে গেছে। সম্ভবত ঋণগ্রস্ত হয়ে পড়ায় ওর পরিবার একরকম পালিয়েই এলাকা ছেড়েছে আর তাই হয়তো ফোন নম্বরও বদলে ফেলেছে।’

‘সিনেমা মুক্তির আগেও ওর সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। একটা অসমর্থিত সূত্রে জেনেছিলাম, লিয়ন ময়মনসিংহে রাজমিস্ত্রীর কাজ করে। ভেবেছিলাম পোস্টার, পত্রিকা, টেলিভিশন কিংবা ইউটিউবে নিজের ছবি দেখে লিয়ন হয়ত যোগাযোগ করবে।’

কিছুতেই কিছু হয়নি। সম্ভবত লিয়নের জন্য সম্মানজনক একটা পুরস্কার অপেক্ষা করছে, অথচ সে হয়ত ভুলেই গেছে কোনো একসময় একটা সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছিল। কিংবা কম বয়সের ছবি দেখে এখন হয়ত নিজেই নিজেকে আর চিনতে পারছে না!’

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আজ
চার দফা দাবি বাস্তবায়নে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ, নেতাকর্মীদের ঢল
সিন্ধু নদীতে বাঁধ দিলে ভারতের ওপর আক্রমণ, হুঁশিয়ারি পাকিস্তানের
মদ্যপান লিভারের ক্ষতি করে, বিশ্বে প্রতিবছর মারা যায় ৩০ লাখ মানুষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা