ফুলপুরে মান্নানের হাতে কাঠের কারুকাজ

মনোনেশ দাস, ময়মনসিংহ
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ১৯:০৪

নেহাতই ফেলে দেয়ার মতো কাঠ। তার থেকেও কীভাবে চমৎকার শিল্পকর্ম তৈরি করা যায় তা হাতে-কলমে শিখেছেন ময়মনসিংহের ফুলপুরের কাঠমিস্ত্রী আব্দুল মান্নান। কাঠে খোদাই করে তৈরি করেছেন গুণীজনদের ছবি।

মান্নানের এই প্রতিভাময় শিল্পী সত্ত্বারও বিকাশ ঘটাতে প্রচার এবং সরকারি-বেসরকারি সহযোগিতার আশা করছেন স্থানীয়রা।

কাঠে খোদাই করে ছবি বানাতে মান্নান নিজে নিজেই শিখেছেন। এক টুকরো ফেলনা কাঠ তার হাতে পড়ে নিমেষে ছবি হয়ে যায়। দরকার কেবল একটা হাতুড় ও বাটাল।

উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের সলখ্যা নয়াপাড়া মান্নান পাশের ফার্নিচার মিস্ত্রি কামরুলের দোকানে শ্রমিক হিসাবে কাজ করেন।

মান্নান জানান, কাঠে যেকোন মানুষের ছবি বানাতে পারি। প্রচার পেলে আমার তৈরি শিল্পকর্ম মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/ব্যুরো প্রধান/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :