বৃষ্টিতে আন্তর্জাতিক টেনিসের ১৫ খেলা পরিত্যক্ত

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ২১:০৬

রাজশাহীতে বৃষ্টির কারণে আন্তর্জাতিক জুনিয়র চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের ১৫টি খেলা পরিত্যক্ত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে এসব খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এ দিন ১৩টি খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলার দ্বিতীয় রাউন্ডের বালক এককে এ দিন টুর্নামেন্টের শীর্ষ খেলোয়াড় ভারতের রিশব সর্দা সে দেশেরই কেভিন প্যাটেলকে ৬-০, ৭-৫ সেটে পরাজিত করেছেন। এছাড়া আমানকে প্যাটেল ৪-৬, ৭-৫, ৬-৩ সেটে অর্থাব নিমাকে এবং সাই কার্তিক রেড্ডি গান্তা ৬-৪, ৬-২ সেটে তারুস বাগাইকে হারিয়েছেন।

অন্যদিকে চাইনিজ তাইপের হুয়ান জু উু যুক্তরাষ্টের অর্জুন মারিয়াপ্পাকে ৬-৩, ৬-৪ সেটে এবং ভারতের অরিয়ান জাভিরি মালোশিয়ার নওফল সিদ্দিক কামারুজ্জামানকে ৬-১, ৬-২ সেটে, কুশান শাহ যুক্তরাষ্ট্রের মারিয়াপ্পাকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন।

এদিকে বালিকা এককের দ্বিতীয় রাউন্ডের খেলায় এ দিন চাইনিজ তাইপের উই নিং ফ্যান চায়নার শইউয়েন ট্যানকে ৬-১, ৬-১ সেটে এবং লিং সুয়াং উই সে দেশেরই খেলোয়াড় ইয়া জু হো কে ৬-৩, ৬-০ সেটে পরাস্ত করেছেন।

তবে যুক্তরাস্ট্রের আনিয়া কথাকাটা চাইনিজ তাইপে উ চেন ঝাউকে পরাস্ত করেছেন ৬-৪, ৪-৬, ৭-৬ সেটে ব্যবধানে। আর চায়নার ওয়ানাই ঝাউ ৬-২, ৭-৬ সেটে ভারতের রির্দ্দি রমেশ শর্মাকে হারিয়ে নিশ্চিত করেছেন সেমিফাইনাল।

দ্বিতীয় রাউন্ডের বালিকা দ্বৈত খেলায় চাইনিজ তাইপের চেন চেন লিও এবং ম্যান সাং ওয়েন জুটি ভারতের স্মৃতি ভাসিন ও যুক্তরাষ্ট্রের আনিয়া কথাকোটাকে ৬-৩, ৬-১ সেটে পরাজিত করেছেন। চায়নার কিংলিং ছ্যাং ও ইমেন ঝাউ জুটি ভারতের রিসিতা ভিহাস এবং নেপালের পেরেরা কৈরালাকে ৭-৬, ৩-৬, ৬-৩ সেটের ব্যবধানে হারিয়েছেন।

আর চায়নার ঝ্যাং এবং ঝাউ ভারতের আমিনা জেবা এবং হরিভারশাইন মুরেগেশানকে ৬-২, ৬-২ সেটের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছেন। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। টুর্নামেন্ট শেষ হবে শনিবার।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :