শ্রীপুরে কৃষকের মাঠে নবান্ন উৎসব

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৭, ১৭:৫৭

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় কৃষকের মাঠে ধান কেটে ও আবহমান গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্য তুলে ধরার মধ্য দিয়ে নবান্ন উৎসব করল উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার পৌর এলাকার ১ নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামে কৃষক শাহজাহান মিয়ার পাকা ধানের মাঠে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের আয়োজনে এ উৎসব উদযাপন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুয়িদ উল হাসান জানান, চলতি আমনের মৌসুমের পাকা ধানে এখন কৃষকের ধান ক্ষেত ভরপুর। কৃষকের ঘরে ঘরে এখন নবান্ন উৎসবের আনন্দ বিরাজমান। ধানচাষে কৃষকদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষে এ ধরনের নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে। নবান্ন উৎসবে কৃষকের মাঠে নানা ধরনের পিঠা ও মিষ্টান্ন তৈরির মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার জানান, কৃষকের মাঠের সোনালী ধানের প্রাচুর্য ও বাঙালি সংস্কৃতির বিশেষ অংশ জুড়ে আছে নবান্ন উৎসব। তাই আমাদের ইতিহাস, ঐতিহ্যকে লালন করার লক্ষে সরকারিভাবে এ ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে। এ ধরনের উৎসব কৃষকদের মধ্যে নতুন ভাবধারা তৈরিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানাসহ উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীরা।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :